ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অ্যাফেয়ার্স-বাংলাদেশ

কিছু প্রশ্ন ও উত্তরঃ

১. ইঞ্জেকশন dosage form এর একটি ওষুধ কি annexure I নাকি annexure II?
উত্তরঃ Annexure II

২. পাইকারি ড্ৰাগ লাইসেন্স কতদিন পর পর নবায়ন করতে হয়?
উত্তরঃ ২ বছর

৩. বায়োলজিক্যাল ড্ৰাগ লাইসেন্স কতদিন পর পর নবায়ন করতে হয়?
উত্তরঃ ২ বছর

৪. খুচরা ড্রাগ লাইসেন্স কতদিন পর পর নবায়ন করতে হয়?
উত্তরঃ ২ বছর

৫. কোন ধরণের ড্রাগ লাইসেন্সের জন্য ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক নয়?
উত্তরঃ পাইকারি ড্রাগ লাইসেন্স (ফার্মাসিউটিক্যাল/মেডিকেল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারকদের জন্য ইস্যুকৃত)

৬. মেডিকেল ডিভাইস এর ক্লাসিফিকেশন কয়টি ও কি কি?
উত্তরঃ ৪ টি
Class A, Class B, Class C, Class D

৭. DCC এর পূর্ণ অর্থ কি?
উত্তরঃ Drug control committee

৮. TSC এর পূর্ণ অর্থ কি?
উত্তরঃ Technical sub committee

৯. PFC এর পূর্ণ অর্থ কি?
উত্তরঃ Price fixation committee

সৌজন্যে: Pharma DRA