ডেঙ্গু ভাইরাস-এর এন্টিজেন সনাক্তকরণ

ডেঙ্গু ভাইরাস-এর এন্টিজেন সনাক্তকরণ:

NS1 সনাক্তকরণ:

পরীক্ষা টি আসলে কি?
এই ডায়াগনোস্টিক টেস্ট এর দ্বারা ডেঙ্গু ভাইরাস এর নন-স্ট্রাকচারাল প্রোটিন শনাক্ত করা হয়। ডেঙ্গু ইনফেকশন এর সময় এই প্রোটিন টি রক্তে নিঃসরণ হয়।

এই টেস্ট এর মাধ্যমে রক্তের সিরাম (Serum)-এ NS1 প্রোটিন এর উপস্থিতি শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে কৃত্তিমভাবে/ল্যাবরেটরিতে তৈরি এন্টিবডি ব্যবহৃত হয়।

ইনফেকশন (সংক্রমণ) এর পর প্রথম ০-৭ দিনের লক্ষণ এর মধ্যে এই টেস্ট এর সনাক্তকরণ যথেষ্ট সংবেদনশীল। তবে, ৭ দিনের পরে এই টেস্ট টি প্রস্তাবিত নয় বা পরামর্শ দেওয়া হয় না।

টেস্ট রেজাল্ট যদি, Positive হয়, তাহলে বুঝতে হবে ডেঙ্গু এন্টিজেন দ্বারা সংক্রমণ হয়েছে। কিন্তু, এটি সেরোটাইপ এর তথ্য প্রকাশ করে না।

Reference: https://www.cdc.gov

CDC: Centers for Disease control & prevention, USA.

Translated by: Md. Mehedi Hasan, Proprietor, Pharma DRA Bangladesh

www.pharmadra.net