৬১ ব্যাচ-এর প্রশ্ন-উত্তর:
১। দেহের গঠন ও কার্যক্রমের একক…..
(ক) কলা
(খ) কোষ
(গ) দেহের অঙ্গ
(ঘ) তন্ত্র
উত্তরঃ কোষ
২। মানব দেহ মোট কতটি তন্ত্র (System) নিয়ে গঠিত?
(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০
উত্তরঃ ৯
৩। নিম্নের কোনটি স্নায়ুতন্ত্রের অংশ নয়।
(ক) মস্তিষ্ক
(খ) ধমনী
(গ) মেরুরজ্জু
(ঘ) স্নায়ু
উত্তরঃ ধমনী
৪। শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেওয়া নিম্নের কোন তন্ত্রের প্রধান কাজ?
(ক) রেচনতন্ত্র
(খ) শ্বাসতন্ত্র
(গ) পেশীতন্ত্র
(ঘ) সবগুলো
উত্তরঃ রেচনতন্ত্র
৫। মানব দেহের ক্রোমোজোম কোথায় থাকে?
(ক) সাইটোপ্লাজমে
(খ) নিউক্লিয়াসে
(গ) রাইবোজমে
(ঘ) কোষ আবরণীতে
উত্তরঃ নিউক্লিয়াসে
৬. নিচের কোনটি কোষের শক্তি তৈরী করে?
ক. গলজি বডি
খ. মাইটোকন্ড্রিয়া
গ. রাইবোজোম
ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
৭. প্রোটিন তৈরী হয় নিজের কোনটিতে?
ক. রাইবোজমে
খ. লাইসোজমে
গ. সেনট্রোজমে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ রাইবোজমে
৮। নিম্নের কোনটি অঅন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ নয়।
ক. দেহের বৃদ্ধি ও চলনে সহায়তা করা।
খ. রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা।
গ.কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা।
ঘ. স্মৃতি সংরক্ষণ
উত্তরঃ স্মৃতি সংরক্ষণ
৯.প্যাটলা অস্থিটির অবস্থান মানব দেহের কোন অঙ্গে?
(ক) হাঁটুতে
(খ) পাজরে
(গ) কবজিতে
(ঘ) গলাতে
উত্তরঃ হাঁটুতে
১০. দেহের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া এবং চলাফেরা করতে সাহায্য করে-
ক. সংযোজক কলা
খ. স্নায়ুকলা
গ. পেশীকলা
ঘ. সবগুলো
উত্তরঃ পেশীকলা
১৬. অনুজীবের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য?
ক. খালিচোখে দেখা যায় না
খ. অনুবীক্ষন যন্ত্রের সাহায্যে দেখা যায়
গ. অনুজীবের আরেক নাম জীবাণু
ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
১৭. রোগ সৃষ্টিকারী অনুজীবকে কি বলে?
ক. প্যাথজেনিক
খ. নন-প্যাথজেনিক
গ. উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ প্যাথজেনিক
১৮. ব্যাকটেরিয়া হল…………
ক. বহুকোষী
খ. এককোষী
গ. অকোষীয়
ঘ. সবগুলো
উত্তরঃ এককোষী
১৯. মানবদেহের অঙ্গে বসবাসকারী E.coli ব্যাকটেরিয়া নিম্নের যে ভিটামিন তৈরী করে………..
ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি কমপ্লেক্স
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ভিটামিন বি কমপ্লেক্স
২০. নিম্নের কোন অঙ্গটি ব্যাকটেরিয়া চলাচলে সাহায্য করে। ….. ..
ক. ফ্লাজেলা
খ. ক্যাপসুল
গ. কোষঝিল্লী
ঘ. সাইটোপ্লাজম
উত্তরঃ ফ্লাজেলা
২১। সালমোনেলা টাইফি বিস্তার ঘটায়—–।
(ক) বায়ুবাহিত হয়ে
(খ) পানিবাহিত হয়ে
(গ) সংস্পর্শের মাধ্যমে
(ঘ) কীট-পতঙ্গের দংশনে
উত্তরঃ পানিবাহিত হয়ে
২২। বটুলিজম নিম্নের কোন জীবানু দ্বারা হয়।
(ক) Salmonella
(খ) Shigella
(গ) Clostridia
(ঘ) Escherichia coli
উত্তরঃ Clostridia
২৩। ভাইরাস শব্দটির আভিধানিক অর্থ……….
(ক) জীবানু
(খ) বিষ
(গ) ক্ষুদ্র জীব
(ঘ) জড় বস্তু
উত্তরঃ বিষ
২৪। ভাইরাস হলো—-
(ক) এককোষী
(খ) বহুকোষী
(গ) অকোষীয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ অকোষীয়
২৫। COVID-১৯ রোগটি
(ক) ভাইরাস সৃষ্ট
(খ) ব্যাকটেরিয়া সৃষ্ট
(গ) ছত্রাক সৃষ্ট
(ঘ) প্রোটোজোয়া সৃষ্ট
উত্তরঃ ভাইরাস সৃষ্ট
২৬। জলাতঙ্ক রোগসৃষ্টিকারী ভাইরাস—–
(ক) মাইক্রো ভাইরাস
(খ) র্যাবিস
(গ) রুবেলা ভাইরাস
(ঘ) রাইনো ভাইরাস
উত্তরঃ র্যাবিস
২৭। মাইকোসিস রোগটি সৃষ্টি হয়—- -দ্বারা।
(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) প্রোটোজোয়া
(ঘ) রিকেটসিয়া
উত্তরঃ ছত্রাক
২৮। ইষ্ট-এর ক্ষেত্রে সত্য………
(ক) এককোষী ছত্রাক
(খ) পরজীবি
(গ) এলকোহল উৎপাদনে এবং বেকারীতে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়।
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
২৯। আমাশয় এবং ম্যালেরিয়া রোগের কারন—-
(ক ) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) প্রোটোজোয়া
(ঘ) ছত্রাক
উত্তরঃ প্রোটোজোয়া
২৯। আমাশয় এবং ম্যালেরিয়া রোগের কারন—-
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) প্রোটোজোয়া
(ঘ) ছত্রাক
৩০। টিকার ক্ষেত্রে সত্য—–
(ক) এটি মানুষের দেহে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি করে।
(খ) টিকায় একটি জৈবিক দ্রব্য থাকে যা রোগ সৃষ্টিকারী
জীবানুর অনুরূপ।
(গ) সংক্রামক রোগ প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকরী পদ্ধতি।
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৩১। উন্নত ওষুধ ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো প্রয়োজনীয় ওষুধ পত্রের-
(ক) যথাযথ সরবরাহ
(খ) সঠিক মজুদ
(গ) সঠিক দাম
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৩২। ওষুধ ব্যবস্থাপনা চক্রের তৃতীয় ধাপ কোনটি?
(ক) ওষুধ ডিসপেনসিং
(খ) ওষুধ ক্রয়
(গ) ওষুধ গ্রহন
(ঘ) ওষুধ নির্বাচন
উত্তরঃ ওষুধ ডিসপেনসিং
৩৩। একটি মডেল মেডিসিন শপে ক্রয় যোগ্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ—–
(ক) ব্যবস্থাপত্রে ওষুধের ধরণ
(খ) OTC ওষুদের চাহিদা
(গ) প্রয়োজনীয় তহবিল
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৩৪। লাইসেন্সধারী ওষুধ প্রস্তুত কারক বা সরবরাহকারীর পন্য ক্রয়ের সুবিধা নয় কোনটি—
(ক) ভেজাল বা নকল ওষুধ কেনার ঝুঁকি থাকে
(খ) মূল্য বেশি হলেও গুনগতমান ভালো
(গ) সমস্যাযুক্ত ওষুধ পরিবর্তন করা যায়।
(ঘ) মেয়াদোত্তীর্ন ওষুধ ফেরত দেওয়া বা বদলে ফেলা য়ায়
উত্তরঃ ভেজাল বা নকল ওষুধ কেনার ঝুঁকি থাকে
৩৫। মডেল মেডিসিন শপে ওষুধ সাজানোর ক্ষেত্রে নিম্নের কোনটি অনুসরণযোগ্য নয়।
(ক) নামের আদ্যক্ষর
(খ) ওষুধের মূল্য/দাম
(গ) ওষুধের ডোজেস ফরম
(ঘ) চিকিৎসায় প্রয়োগের ধরণ
উত্তরঃ ওষুধের মূল্য/দাম
৩৬। মডেল মেডিসিন শপে ওষুধ সাজানোর সময় ভারী এবং বড় সাইজের পণ্য কোন তাকে রাখতে হবে।
(ক) উপরের তাক
(খ) নিচের তাক
(গ) মাঝের তাক
(ঘ)যে কোন তাক
উত্তরঃ নিচের তাক
৩৭। মডেল মেডিসিন শপে ওষুধ সংরক্ষনে নিম্নের কোন বিষয় প্রভাব ফেলে—
(ক) আদ্রতা
(খ) তাপমাত্রা
(গ) সরাসরি সূর্যালোক
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৩৮। নিম্নের কোনটি বায়োলজিক্যাল প্রোডাক্ট —–
(ক) এমোক্সিসিলিন
(খ) ভ্যাকসিন
(গ) সেফিক্সিম
(ঘ) ন্যাপ্রোক্সেন
উত্তরঃ ভ্যাকসিন
৩৯। নথিভুক্ত মেয়াদোত্তীর্ন/ ক্ষতিগ্রস্থ ওষুধের প্যাকেট সিলগ্যালা করার পর লেভেল কোন কালিতে লিখতে হবে।
(ক) লাল কালি
(খ) কালো কালি
(গ) হলুদ কালি
(ঘ) যে কোন রং
উত্তরঃ লাল কালি
৪০। ওষুধ ক্ষতিগ্রস্থ হতে পারে———-
(ক) সরাসরি সূর্যালোকের মাধ্যমে
(খ) উচ্চতাপমাত্রা
(গ) পানি বা ধুলোবালিতে ওষুধ উন্মুক্ত হলে
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৪১। ওষুধের মূল্য নির্ধারণ করে কে?
(ক) ওষুধ প্রস্তুতকারী কোম্পানী
(খ) ওষুধ প্রশাসন অধিদপ্তর
(গ) পাইকারী ওষুধ বিক্রেতা
(ঘ) মডেল মেডিসিন শপ
উত্তরঃ ওষুধ প্রশাসন অধিদপ্তর
৪২। একজন রেজিষ্টার্ড চিকিৎসক কর্তৃক লিখিত ওষুধ সরবরাহের নির্দেশনা হলো—–
(ক) ব্যবস্থাপত্র
(খ) ওষুধ পত্র
(গ) ডিসপেন্সার
(ঘ) ডিসপেনসিং
উত্তরঃ ব্যবস্থাপত্র
৪৩। নিম্নের কোনটি OTC ওষুধ
(ক) Paracetamol
(খ) Ibupooten
(গ) Omeprazole
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৪৪। সঠিক ওষুধ ডিসপেনসিং এর ধাপ কয়টি?
(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
উত্তরঃ ৫
৪৫। একটি আদর্শ ব্যবস্থাপত্রের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি সংগতিপূর্ণ নয়।
(ক) রোগীর নাম
(খ) রোগীর বয়স
(গ) রোগীর পেশা
(ঘ) ডাক্তারের নাম, পদবী ও স্বাক্ষর
উত্তরঃ রোগীর পেশা
৪৬। আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে প্রদেয় ওষুধের নাম—
(ক) ট্রেড নাম
(খ) জেনেরিক নাম
(গ) কেমিক্যাল নাম
(ঘ) সবগুলো
উত্তরঃ জেনেরিক নাম
৪৭। ওষুধ ডিসপেনসিং এর সময় রোগী/গ্রাহককে প্রদেয় নির্দেশনার ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য নয়—-
(ক) সেবন / ব্যবহারবিধি বলতে হবে
(খ) সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে হবে
(গ) ওষুধের দাম বলতে হবে।
(ঘ) ওষুধের পুরো কোর্স সম্পন্ন করার উপদেশ
উত্তরঃ ওষুধের দাম বলতে হবে।
৪৮। শুকনো পাউডার/ গুড়া পুন:প্রস্তুতের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য নয়।
(ক) বোতলটি প্রথমে ভালভাবে ঝাঁকাতে হবে।
(খ) প্রয়োজনীয় পানি মেপে নিতে হবে
(গ) সম্পূর্ণ পানি একবারে যোগ করতে হবে
(ঘ) সবগুলো
উত্তরঃ সম্পূর্ণ পানি একবারে যোগ করতে হবে
৪৯। নিম্নের কোনটি ওষুধের জেনেরিক নাম—
(ক) ডাইক্লোফেনাক
(খ) মেট্রোনিডাজল
(গ) সিপ্রোফ্লোক্সাসিন
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৫০। নিম্নের কোনটি Prescription only মেডিসিন।
(ক) সেফিক্সিম
(খ) প্যারাসিটামল
(গ) ইবুপ্রোফেন
(ঘ) এসকরবিক এসিড
উত্তরঃ সেফিক্সিম
৫১। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর কত কোটি মা গর্ভধারণ করেন?
(ক) ৭.৫ কোটি
(খ) ১৮-২০ কোটি
(গ) ১০-১৫ কোটি
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ১৮-২০ কোটি
৫২। মাসিক শুরুর কত দিন পর একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে? (ক) ৫ তম হতে ১২ তম দিনের মধ্যে
(খ) ৭তম হতে ১৪ তম দিনের মধ্যে
(গ) ১০ তম হতে ১৮ তম দিনের মধ্যে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ১০ তম হতে ১৮ তম দিনের মধ্যে
৫৩। নিম্নলিখিত কোন পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রন করা সম্ভব?
(ক) ডিম্বাণুকে পরিপক্ক হতে না দিলে
(খ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে তৈরি ভ্রূণকে জরায়ুতে গ্থিত হতে না দিলে
(গ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করলে
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো
৫৪। জন্মনিয়ন্ত্রন পদ্ধতিসমূহকে প্রধানত —– ভাগে ভাগ করা যায়?
(ক) চার
(খ) তিন
(গ) দুই
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ দুই
৫৫। আই. ইউ. ডি কাদের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি?
(ক) মহিলাদের
(খ) পুরুষদের
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ মহিলাদের
৫৬। জন্ম বিরতিকরণ পিল বা বড়ি কিভাবে কাজ করে?
(ক) ভ্রুণকে জরায়ুতে গথিত হতে দেয়না
(খ) ডিম্বাণুর পরিপক্কতাকে(Ovulation) প্রতিরোধ করে
(গ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ডিম্বাণুর পরিপক্কতাকে (Ovulation) প্রতিরোধ করে
৫৭। জন্ম বিরতিকরণ বড়ির ২৮ টির প্যাকেটে কতটি হরমোন জাতীয় পিল থাকে?
(ক) ২৮টি
(খ) ২১ টি
(গ) ৭ টি
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ২১ টি
৫৮। নিম্নের কোন হরমোনটি জন্ম বিরতিকরণ বড়িতে থাকে?
(ক) টি এস এইস
(খ) টেসটোস্টেরন
(গ) অক্সিটোসিন
(ঘ) প্রজেস্টেরন
উত্তরঃ প্রজেস্টেরন
৫৯। নিম্নের কোন ওষুধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে?
(ক) এন্টিবায়োটিক
(খ) রিফামপিসিন
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ উভয়
৬০। নিম্নের কোন ধরণের জন্মবিরতিকরণ ইনজেকশন তুলনামূলকভাবে বেশি সময় পর্যন্ত কার্যকর?
(ক) মেড্ৰক্সিপ্রোজেস্টেরোন (খ) নরইথিস্টেরোন (গ) প্রোজেস্টেরোন (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)
৬১। নিম্নের কোনটি জন্মবিরতিকরণ ইনজেকশন ব্যবহারের সুবিধা?
(ক) Ovarian cyst হতে রক্ষা
(খ) Actopic Pregnancy প্রতিরোধ করে
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ উভয়
৬২। নিম্নের কোন জন্মবিরতিকরণ পদ্ধতি তীব্র চুলকানির ইতিহাস থাকলে ব্যবহার করা উচিত নয়?
(ক) ইনজেকশন (খ) নরপ্ল্যান্ট (গ) উভয় (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ইনজেকশন
৬৩। হরমোন জনিত শারীরিক পার্শ্ব-প্রতিক্রিয়া নেই কোনটিতে?
(ক) পিল (খ) নরপ্ল্যান্ট (গ) কপারযুক্ত আই.ইউ.ডি. (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) কপারযুক্ত আই.ইউ.ডি.
৬৪। ফেলোপিয়ান টিউব কেটে ফেলা হয় নিচের কোন স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতিতে?
(ক) লাইগেশন (খ) ভেসেকটমি (গ) উভয়ই (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) লাইগেশন
৬৫। মেয়েদের সন্তান ধরণের উপযোক্ত সময়কাল নিচের কোনটি?
(ক) ২০ বছরের আগে (খ) ৩৫ বছরের পরে (গ) ২০ – ৩৫ বছরের মধ্যে (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ)
৬৬। নিম্নের কোনটি জন্মবিরতিকরণ ইনজেকশন ব্যবহারের সুবিধা?
ক. Ovarian cyst হতে রক্ষা
খ. Actopic pregnancy প্রতিরোধ করে
গ. উভয়
ঘ. কোনটিই না
উত্তরঃ উভয়
৬৭। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে নিম্নের কোনটি?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. মিনারেল
উত্তরঃ আমিষ
৬৮। গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে নিম্নের কোনটি?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. মিনারেল
উত্তরঃ শর্করা
৬৯। স্নেহজাতীয় পদার্থের দহন সম্পন্ন হয়না নিম্নের কোন খাদ্যের অভাবে?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. মিনারেল
উত্তরঃ শর্করা
৭০। ভিটামিন- এ, বি, ই ও কে কিসে দ্রবীভূত হয়?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) পানি
উত্তরঃ স্নেহ
৭১। দৈহিক বৃদ্ধি, স্বাস্থ্যরক্ষা ও প্রজননে নিম্নের কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (ঘ) খনিজ পদার্থ
৭২। দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে নিচের কোনটি?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (ঘ) খনিজ পদার্থ
৭৩। নিম্নের কোনটিকে জৈবিক প্রভাবক বলে?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন
৭৪। নিম্নের কোনটি সরাসরি দেহের গঠনে অংশ গ্রহণ করে না?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন
৭৫। টোকোফেরোল নিম্নের কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ভিটামিন-ই
৭৬। রেটিনল নিম্নের কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ভিটামিন-এ
৭৭। পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে নিম্নের কোনটির ভূমিকা অপরিসীম?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন
৭৮। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে নিম্নের কোনটি?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন
৭৯। অশ্রু গ্রন্থির অকার্যকারিতা নিম্নের কোন ভিটামিনের অভাবে হয়?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ভিটামিন এ
৮০। বন্ধ্যাত্ব হয় নিম্নের কোন ভিটামিনের অভাবে?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ভিটামিন ই
৮১। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় কোন রোগের সময়?
উত্তর: জন্ডিস
৮২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে কত লোক নতুনভাবে যক্ষা রোগে আক্রান্ত হয়?
উত্তর:
৮৩। ORS – এর পূর্ণ রূপ –
উত্তর: Oral Rehydration Solution
৮৪। নিচের কোনটির উপর ওষুধের কার্যকারিতা নির্ভর করে না?
(ক) শক্তিমাত্রা (খ) রুট অফ এন্ট্রি (গ) ডোসেজ ফর্ম (ঘ) কোনোটিই নয়
উত্তর:
৮৫। জিহবার নিচে প্রয়োগ করার জন্য নিচের কোন ডোসেজ ফর্মটি ব্যবহৃত হয়?
(ক) স্প্রে (খ) ঢুশ (গ) লজেন্স (ঘ) প্যাচ
উত্তর: স্প্রে
৮৬। সাপোজিটরি ডোসেজ ফর্মটি কোন প্রয়োগ পথে দেওয়া হয়?
(ক) ইউরেথেরাল (খ) রেক্টাল (গ) এনটেরাল (ঘ) কোনোটিই নয়
উত্তর: রেক্টাল
৮৭। নিচের কোনটি এনটেরাল রুটে দেওয়া হয় না?
(ক) লজেন্স (খ) স্যাচেট (গ) জেল (ঘ) পিল
উত্তর: জেল
৮৮। ইন্ট্রা নাসাল ও ইন্ট্রা রেসপিরেটরি উভয় রুটে নিচের কোনটি দেয়া হয়?
(ক) ফোঁটা (খ) ক্রিম (গ) ইনহেলার (ঘ) দ্রবণ
উত্তর:
৮৯। ত্বকের মাধ্যমে ওষুধ প্রয়োগের পথকে কি বলে?
(ক) টপিক্যাল (খ) ট্রান্সডার্মাল (গ) ইন্ট্রা-অকুলার (ঘ) ট্রান্সনাসাল
উত্তর: টপিক্যাল
৯০। ডেন্টিফ্রিসেস ওষুধের ভৌত অবস্থা অনুযায়ী নিচের কোন ধরণের?
(ক) সলিড (খ) সেমি-সলিড (গ) লিকুইড (ঘ) গ্যাস
উত্তর: (ক) সলিড
৯১। চিকিৎসকের নিকট ২ চা চামচ মানে কতটুকু ওষুধ?
(ক) ২.৫ এম এল (খ) ৫ এম এল (গ) ১২.৫ এম এল (ঘ) ১০ এম এল
উত্তর: ১০ এম এল
৯২। ইনহেলার ব্যবহারের সময় শ্বাস ছেড়ে দেওয়ার আগে কতক্ষণ শ্বাস আটকে রাখতে হয়?
উত্তর: ১০ সেকেন্ড
৯৩। ‘ত্বকের নিচে’ বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: transdermal
৯৪। নিচের কোনটি ওষুধের মিথস্ক্রিয়ার ফলাফল নয়?
(ক) চিৎসার সার্বিক কার্যকারিতা কমে যাওয়া (খ) ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বেড়ে যাওয়া (গ) ওষুধের বিরূপ প্রতিক্রিয়া কমে যাওয়া (ঘ) রোগের অবস্থা জটিলতর হওয়া
উত্তর: (গ)
৯৫। নিচের কোন দুটি ওষুধ একত্রে সেবন করলে উভয়ই অপরটির শোষণকে প্রভাবিত করে?
(ক) ফেনোবারবিটাল + ওয়ারফেরিন
(খ) মেট্রোনিডাজল + এলকোহল
(গ) এসপিরিন + ওয়ারফেরিন
(ঘ) ডক্সিসাইক্লিন + এন্টাসিড
উত্তর: (ঘ) ডক্সিসাইক্লিন + এন্টাসিড
৯৬। ওয়ারফেরিন এর সাথে নিচের কোন ওষুধ টি সেবন করলে, উক্ত ওষুধের কার্যকারিতা নষ্ট হয় যায়?
উত্তর: এসপিরিন
৯৭। এমোক্সিসিলিন সেবনের সময় নিচের কোনটি করা উচিত নয়?
(ক) জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন (খ) কনডম ব্যবহার (গ) যৌন মিলন (ঘ) কোনটি নয়
উত্তর: (ক)
৯৮। টেট্রাসাইক্লিন এর সাথে কোনটির মিথস্ক্রিয়া হয়?
(ক) এলকোহল (খ) ক্যাফেইন (গ) দুধ (ঘ) জাম্বুরা
উত্তর: (গ)
৯৯। এলকোহল ও জাম্বুরা জাতীয় ফলের রস নিচের কোন ধরণের ওষুধের মিথস্ক্রিয়ার জন্য দায়ী?
(ক) টেট্রাসাইক্লিন (খ) আইবুপ্রোফেন (গ) এটরভ্যাস্টাটিন (ঘ) ডেক্সামিথাসন
উত্তর: (খ) আইবুপ্রোফেন
১০০। নিম্ন মানের ওষুধ সনাক্ত করার জন্য নিচের কোন চিহ্নটি খেয়াল করা উচিত?
(ক) প্যাকেজিং (খ) লেবেল (গ) ওষুধের গন্ধ (ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো
১০১। নিচের কোনটি নিম্নমানের সেমি সলিড ওষুধের লক্ষণ নয়?
(ক) ওষুধ গলে যাওয়া (খ) ওষুধের রং পরিবর্তন হওয়া (গ) ওষুধ শুকিয়ে যাওয়া (ঘ) ওষুধের স্বচ্ছতার পরিবর্তন
উত্তর: (ঘ)
১০২। মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য সংরক্ষিত নথিতে নিচের কোন তথ্যটি থাকা উচিত?
(ক) ওষুধের নাম (খ) ওষুধের পরিমান (গ) ব্যাচ নং (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
১০৩। একটি মডেল ফার্মেসি চালাতে নিচের কোন নির্দেশনাটি জরুরি নয়?
(ক) ওষুধপত্র গ্রহণের নির্দেশনা (খ) ওষুধপত্র সংরক্ষণের নির্দেশনা (গ) ওষুধ ডিসপেন্সিং এর নির্দেশনা (ঘ) ওষুধের মান নিয়ন্ত্রণের নির্দেশনা
উত্তর:
১০৪। নকল ওষুধ চিহ্নিত করার পর কোথায়/কার কাছে রিপোর্ট করা জরুরি নয়?
(ক) ড্র্যাগ ইন্সপেক্টর (খ) উৎপাদনকারী (গ) সিভিল সার্জন (ঘ) ডাক্তার
উত্তর: (ঘ)
১০৫। নিচের কোন ধরণের বিরূপ প্রতিক্রিয়াটি ওষুধের বিলম্বিত প্রভাবের কারণে হয়ে থাকে?
(ক) টাইপ-এ (খ) টাইপ-বি (গ) টাইপ-ডি (ঘ) টাইপ-ই
উত্তর:
১০৬। নিচের কোনটি টাইপ-সি ধরণের বিরূপ প্রতিক্রিয়া?
(ক) দীর্ঘমেয়াদি প্রভাব (খ) বিলম্বিত প্রভাব (গ) অদ্ভুত বা সক্রিয় প্রতিক্রিয়া (ঘ) ওষুধ সেবনের শেষে প্রতিক্রিয়া
উত্তর:
১০৭। নিচের কোনটি ক্লোজাপাইন এর বিরূপ প্রতিক্রিয়া?
(ক) অন্ত্রে রক্তক্ষরণ (খ) রক্ত জমাট বাঁধা (গ) এপ্লাস্টিক এনিমিয়া (ঘ) এগ্রানুলোসাইটোসিস
উত্তর: (ঘ) এগ্রানুলোসাইটোসিস
১০৮। ওষুধ ডিসপেন্সার ও রোগীর চাহিদা নিরূপনের সময় কোন ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক.মৌখিক খ. লিখিত গ. অঙ্গভঙ্গি ঘ. চোখাচোখি
উত্তরঃ ক
১০৯।.মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময় কোনটি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধার কারণ হতে পারে?
ক. জটিল মেডিক্যাল পরিভাষার ব্যবহার
খ. কুসংস্কার
গ. রোগ সম্পর্কে ভীতি
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
১১০। প্রচলিত প্রাথমিক সেবা বক্সে নিচের কোনটি থাকেনা?
ক. প্যারাসিটামল
খ. এসপিরিন
গ. আয়োডিন দ্রবন
ঘ. মরফিন
উত্তরঃ ঘ
১১১। জরুরি রোগীর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের মধ্যে শ্বাসনালী পরিস্কার করা কততম ধাপ নির্দেশ করে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ ক
১১২। অধিক রক্তক্ষরণের ক্ষেত্রে কখন শকের চিকিৎসা শুরু করতে হবে?
ক. বি.পি কমে গেলে
খ. বি.পি বেড়ে গেলে
গ. পালস বেড়ে গেলে
ঘ. ক ও গ
উত্তরঃ ঘ
১১৩। নিচের কোনটি শিশুদের ক্ষেত্রে পুড়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়?
ক. গরম পানি
খ. গরম ইস্ত্রি
গ. এসিড জাতীয় তরল
ঘ. জলন্ত আগুন
উত্তরঃ গ
১১৪। কোনটি দ্বিতীয় ডিগ্রি পুড়ে যাওয়ার লক্ষণ?
ক. ত্বক লালচে হওয়া
খ. ফুলে যাওয়া ও ব্যাথা অনুভব হওয়া
গ. রক্তনালী ক্ষতিগ্রস্থ হওয়া
ঘ. ফোস্কা পড়া
উত্তরঃ ঘ
১১৫। নিচের কোনটি হাড় ভাংগার লক্ষণ এবং চিহ্নসমূহের মধ্যে পড়ে না?
ক. ভাংগার স্থান ফুলে যাওয়া
খ. ক্ষতস্থান হতে রক্তক্ষরণ হওয়া
গ. শ্বাস নিতে অসুবিধা হওয়া
ঘ. ক্ষতস্থানে ব্যাথা অনুভূত হওয়া
উত্তরঃ গ
১১৬। শরীরের কোন অংশে অল্প কেটে গেলে ক্ষতস্থানে কি দিয়ে জীবাণুমুক্ত করা হয়?
ক. সার্জিক্যাল স্পিরিট
খ. হাইড্রোজেন পার অক্সাইড
গ. ক ও খ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
১১৭। গরম কোন তরল বা বাম্পের কারণে ত্বকে যে ক্ষতের সৃষ্টি হয়, তাকে ইংরেজিতে কোন শব্দ দিয়ে বোঝানো হয়?
ক. Scalb
খ. Scald
গ. Scale
ঘ. Scalp
উত্তরঃ খ
১১৮। ডুবে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজন নয়?
ক. যদি পালস থাকে তবে CPR দেওয়া
খ. যদি কোন পালস না থাকে তাহলে CPR শুরু করা
গ. রোগীর নিশ্বাস না নিলে বারবার CPR দেওয়া
ঘ. রোগী শ্বাস নিচ্ছে কিনা তা সর্বক্ষণ পর্যবেক্ষণ করা
উত্তরঃ ক
১১৯। নিচের কোনটি এলার্জেন নয়?
ক. ডাস্ট মাইট
খ. বিড়াল
গ. কীটপতঙ্গ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ
১২০। শ্বাসকষ্ট হচ্ছে এমন রোগীর ক্ষেত্রে কোনটি করণীয় নয়?
ক. রোগীকে দ্রুত হাসপাতালে বা ডাক্তারের কাছে পাঠানো
খ. রোগীকে মুখে কিছু খেতে না দেওয়া
গ. রোগীর মাথার নিচে বালিশ দেওয়া
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
১২১। কুকুর বা অন্য কোন জীবজন্তুর কামড়ের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কোনটি?
ক. রক্তপান নিয়ন্ত্রণ
খ. সংক্রমণের ঝুঁকি কমানো
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
১২২। নিচের কোনটির কামড়ে র্যাবিসের সংক্রমণ হতে পারে?
ক. কুকুর
খ. বানর
গ. বাদুর
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
১২৩। জরুরী রোগীকে প্রাথমিক সেবা দেয়ার জন্য গৃহীত DRABC ধাপগুলোর মধ্যে B এর মাধ্যমে নিচের কোনটিকে নিশ্চিত করা হয়?
ক. রোগী সাড়া দিচ্ছে কিনা
খ. শ্বাসনালী খোলা আছে কিনা
গ. শ্বাস চলছে কিনা
ঘ. রক্তচলাচল স্বাভাবিক আছে কিনা
উত্তরঃ গ
১২৪। যদি কোন ক্যামিকেলের কারনে রোগীর শরীর পুড়ে গিয়ে থাকে, তবে আক্রান্ত স্থানে কতক্ষণ পানি ঢালতে হবে?
ক. ২০ সেকেন্ড
খ. ২০ মিনিট
গ. ৩০ সেকেন্ড
ঘ. ৩০ মিনিট
উত্তরঃ খ
১২৫। ওষুধ বিহীন গজ কয় ধরনের হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তরঃ গ
১২৬। নিচের কোনটি বিশেষ তুলার কাপড়ের ব্যান্ডেসের উদাহরণ?
ক. মসলিন ব্যান্ডেজ
খ. ক্রেপ ব্যান্ডেজ
গ. অয়েল সিল্ক ব্যান্ডেজ
ঘ. জিংক পেস্ট ব্যান্ডেজ
উত্তরঃ খ
১২৭। প্লাস্টার অব নিচের কোনটি থাকে?
ক. জিংক সালফেট
খ. লেড সালফেট
গ. ম্যাগ্নেসিয়াম সালফেট
ঘ. ক্যালসিয়াম সালফেট
উত্তরঃ ঘ
১২৮। চোখের প্যাড নামে পরিচিত স্ট্যান্ডার্ড ড্রেসিং কোনটি?
ক. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১০
খ. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১২
গ. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৪
ঘ. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৬
উত্তরঃ ঘ
১২৯। ক্রোমিক ক্যাটগাট শোষিত হতে কতদিন সময় লাগে?
ক. ৩-৫ দিন
খ. ৫-১০ দিন
গ. ১০-২০ দিন
ঘ. ১০-৪০ দিন
উত্তরঃ ঘ
১৩০। নিচের কোনটি সার্জিক্যাল ড্রেসিং হিসাবে ব্যবহৃত হয় না?
ক. লিন্টস
খ. সুচারস
গ. প্লাস্টার
ঘ. ব্যান্ডেজ
উত্তরঃ খ
১৩১। নিচের কোনটি দেখে নকল ওষুধ সনাক্ত করা সম্ভব?
ক. মূল্য
খ. ব্যাচ নম্বর
গ. ট্যাবলেটের গঠন
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
১৩২। কোন ওষুধের ব্যবহার গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে?
ক. Chloramphnenicol
খ. Diazepam
গ. Thalidomide
ঘ. Stibestrol
উত্তরঃ গ
১৩৩। নিচের কোন ধরনের ওষুধের ব্যবহার Alopecia কারণ হতে পারে ?
ক. ব্যাথানাশক
খ. চেতনানাশক
গ. এন্টিহিস্টামিন
ঘ. ক্যান্সার বিনাশী ওষুধ
উত্তরঃ ঘ
১৩৪। ফাস্ট এইড বক্সে কোনটি / কোনগুলো থাকেনা?
ক. সার্জিক্যাল রেড
খ. ডিসপেন্সেবল গ্লাভস
গ. ফরসেপ
ঘ. সবগুলো থাকে
উত্তরঃ ঘ. সবগুলো থাকে
১৩৫। ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যাথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসা বক্সের কোনটি ব্যবহার করা হয়?
ক. H2O2
খ. Lodine
গ. Liniment
ঘ. Glucose
উত্তরঃ গ
১৩৬। যোনিপথে প্রয়োগের ট্যাবলেটকে কি বলা হয়?
ক. Vaginal Tablets
খ. Viginal Pressaries
গ. Vaginal Implements
ঘ. Vaginal Suppositories
উত্তরঃ খ
১৩৭। নিচের কোনটি প্রাথমিক সেবা প্রদানের লক্ষ্য নয়?
ক. ব্যাথা কমানো
খ. রক্তপাত কমানো
গ. রক্তচাপ কমানো
ঘ. সংক্রমণ প্রতিরোধ করা
উত্তরঃ গ
১৩৮। ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার কারণে রোগীরা সাধারণত কোন ধরনের গুরুতর সমস্যায় পড়তে পারেন?
ক. কোন অংগের স্থায়ী ক্ষতি
খ. গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি
গ. রোগীর মৃত্যু
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
১৩৯। একজন ভাল যোগাযোগকারীর কোন গুণাবলীর কারনে রোগীর আস্থা খুঁজে পান?
ক. সক্রিয়ভাবে শোনা
খ. প্রশ্ন করার দক্ষতা
গ. ফলোআপ করার সক্ষমতা
ঘ. কাউন্সিলিং দক্ষতা
উত্তরঃ গ
১৪০। নিচের কোনটি চিকিৎসার পদ্ধতি নয়?
(ক) কবিরাজি (খ) এলোপ্যাথি (গ) গার্হস্থ্য চিকিৎসা (ঘ) ঝাড়ফুঁক
উত্তর: (ঘ)
১৪১। ইউনানী চিকিৎসা ব্যবস্থার জন্ম কোন দেশে হয়?
(ক) ফ্রান্স (খ) পর্তুগাল (গ) গ্রীস (ঘ) ইউক্রেন
উত্তর: (গ)
১৪২। কত বছর আগে এ দেশে আয়ুর্বেদ চিকিৎসা প্রচলিত হয়?
(ক) প্রায় ৭০০০ (খ) প্রায় ৫০০০ (গ) প্রায় ৪৫০০ (ঘ) প্রায় ৪০০০
উত্তর: (খ) প্রায় ৫০০০
১৪৩। ইউনানী চিকিৎসা পদ্ধতি কে উন্নত করেন?
(ক) চরক (খ) আল রাজি (গ) হানিম্যান (ঘ) সবাই
উত্তর: আল রাজি
১৪৪। বায়োকেমিক ওষুধ কখন দেশে আবিষ্কৃত হয়?
(ক) বাহরাইন (খ) পানামা (গ) জার্মানি (ঘ) গ্রিস
উত্তর: (গ)
১৪৫। এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার প্রচলক কারা?
উত্তর: ইংরেজরা
১৪৬। চিকিৎসার মূল ভিত্তি হিসেবে রসায়নকে কে গ্রহণ করেন?
উত্তর: আল রাজি
১৪৭। আল কেমি বলা হয় কোন বিষয় কে?
উত্তর: রসায়ন
১৪৮। আধুনিক চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: এলোপ্যাথি
১৪৯। প্রাকৃতিক সুগন্ধির মাধ্যমে চিকিৎসা করা হয়?
উত্তর: ন্যাচারোপ্যাথি
১৫০। কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে লোকজ ওষুধ নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়?
উত্তর: যৌন রোগ
১৫১। বংশ পরম্পরায় বিরাজমান চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: গার্হস্থ চিকিৎসা
১৫২। নিরাপদ ও সস্তা চিকিৎসা পদ্ধতি হিসেবে কোনটি ভারতবর্ষে জনপ্রিয়তা পায়?
উত্তর: হোমিওপ্যাথি
১৫৩। খুশকিতে আমলকির রসের ব্যবহার কোন চিকিৎসা পদ্ধতির উদাহরণ?
উত্তর: গার্হস্থ চিকিৎসা
১৫৪। কোন চিকিৎসা পদ্ধতির কার্যকারণ বিজ্ঞানীদের কাছে অজানা?
উত্তর: হোমিওপ্যাথি
১৫৫। আধুনিক ও অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: এলোপ্যাথি
১৫৬। রোগী মূল্যায়নের জন্য কোন দক্ষতার প্রয়োজন নেই?
উত্তর: যে কোনো ভাষার ব্যবহার
১৫৭। গ্রাহক মূল্যায়নের ধাপ সমূহ কি কি?
(ক) সম্ভাষণ (খ) জিজ্ঞাসা (গ) মূল্যায়ন (ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো
১৫৮। রোগী মূল্যায়নে কোন তথ্যগুলোর প্রয়োজন হতে পারে?
(ক) পারিবারিক ইতিহাস (খ) এলার্জির তথ্য (গ) স্বাস্থ্য সমস্যা ও উপসর্গ (ঘ) উপরের সবগুলোই
উত্তর: (ঘ) উপরের সবগুলোই
১৫৯। মেডিকেশন এরর কয় প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: ৫
১৬০। ওষুধ ডিস্পেন্স জনিত ভুলের মূল কারণগুলো কি কি?
(ক) Spell-alike (খ) Soured-alike (গ) Look-alike (ঘ) সবগুলোই
উত্তর: (ঘ) সবগুলোই
১৬১। ওষুধের যৌক্তিক ব্যবহার নিয়ে কত সালে আন্তর্জাতিক সম্মেলন হয়?
উত্তর: ১৯৮৫
১৬২। ওষুধের যৌক্তিক ব্যবহারের জন্য প্রয়োজন –
(ক) সঠিক ওষুধ (খ) সঠিক রোগী (গ) সঠিক ডিসপেন্সিং (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
১৬৩। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে করা হয়?
উত্তর: ১৯৯০
১৬৪। কাদের অধীনে হাসপাতালে মাদক নিয়ন্ত্রিত ওষুধ থাকতে হবে?
উত্তর: ফার্মাসিস্ট
১৬৫। এন্টাসিড কখন প্রয়োগ করা যেতে পারে?
(ক) অতিরিক্ত এসিডিটি (খ) গ্যাস্ট্রিক আলসার (গ) অন্ত্রপ্রদাহ (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
১৬৬। কোন OTC ওষুধটি এখন বিক্রি যোগ্য নয়?
(ক) মেট্রোনিডাজল (খ) রেনিটিডিন (গ) সালবিউটামল ট্যাবলেট (ঘ) সবগুলো
উত্তর: (খ)
১৬৭। নিচের কোনটি ভিটামিন সি-এর কাজ?
(ক) সর্দি-কাশি সারানো (খ) কোলাজেন তৈরী (গ) পুষ্টি উপাদান শোষণে সহায়তা করা (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
১৬৮। কোন এন্টিবায়োটিক এর সাথে ক্লোরামফেনিকল ড্রপ ব্যবহার করা যাবে না?
(ক) জেন্টামাইসিন (খ) পলিম্যাক্সিন-বি (গ) টেট্রাসাইক্লিন (ঘ) সর্বক্ষেত্রেই
উত্তর: (ঘ)
১৬৯। মেট্রোনিডাজল কোন পরজীবীর বিরুদ্ধে কার্যকর?
(ক) এনারোবিক ব্যাকটেরিয়া (খ) এন্টামিবা হিস্টলাইটিকা (গ) ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
১৭০। কোন ওষুধের সাথে অ্যালকোহল সেবনে অতিরিক্ত বমি হতে পারে?
(ক) প্যারাসিটামল (খ) এলবেনডাজোল (গ) সালবিউটামল (ঘ) মেট্রোনিডাজল
উত্তর: মেট্রোনিডাজল
১৭১। মাল্টিভিটামিন কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
(ক) গ্লসাইটিস (খ) চিলোসিস (গ) বেরিবেরি (ঘ) সর্বক্ষেত্রেই
উত্তর: (ঘ)
১৭২। শ্বাসতন্ত্রের সমস্যায় কোন ওষুধসমূহ ব্যবহৃত হয়?
(ক) থিওফাইলিন (খ) কিটোটিফেন (গ) মন্টেলুকাস্ট (ঘ) সবগুলোই
উত্তর: (ঘ) সবগুলোই
১৭৩। হৃদরোগ জনিত রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয় না?
(ক) এটিনলল (খ) কারভেডিলল (গ) রামিপ্রিল (ঘ) বিটলটেরোল
উত্তর: (ঘ) বিটলটেরোল
১৭৪। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের নেতৃত্ব দেন নিচের কে?
উত্তর: DG
১৭৫। সংক্রামক রোধ কোনটি?
(ক) উচ্চ রক্তচাপ (খ) ক্যান্সার (গ) ডায়াবেটিস মেলিটাস (ঘ) ম্যালেরিয়া
উত্তর: (ঘ)
১৭৬। অসংক্রামক রোগ কোনটি?
(ক) মানসিক স্বাস্থ্য (খ) কৃমি (গ) কুষ্ঠ (ঘ) কালাজ্বর
উত্তর: (ক)
১৭৭। The Bengal Drugs Rules কবে থেকে প্রয়োগ করা হয়?
উত্তর: ১৯৪৬
১৭৮। বাংলাদেশে কত ভাগ ওষুধ আমদানি করা হয়?
উত্তর: ২ – ৫ %
১৭৯। কত সালে বাংলাদেশে ফার্মাসিস্টের জন্য ‘কোড অফ ইথিকস’ গ্রহণ করা হয়?
উত্তর: ১৯৮২
১৮০। ইমহোটেপ কোন দেশের বিখ্যাত চিকিৎসক ছিলেন?
উত্তর: মিশর
১৮১। যুদ্ধে আহত সৈন্যদের হার জোড়া লাগাতে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করতেন কে?
উত্তর: ইমহোটেপ
১৮২। ওষুধের উৎসগুলোকে তিন ভাগে বিভক্ত করেন কে?
উত্তর: চরক
১৮৩। ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অবহিত করেন?
উত্তর: চরক
১৮৪। চরক সংহিতা বইতে ওষুধি গুন অনুযায়ী ভেষজ লতা-পাতা কে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
উত্তর: ৫০ টি
১৮৫। ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা কাকে ফাদার অফ মেডিসিন নামে অভিহিত করেন?
উত্তর: হিপোক্রাটিস
১৮৬। কোন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসকদের নৈতিকতার শপথ দেবার জন্য ‘ওথ’ রচনা করেন?
উত্তর: হিপোক্রাটিস
১৮৭। রোমের সম্রাট নিরো’র প্রধান চিকিৎসক নিযুক্ত হন কে?
উত্তর: ডিওসকোরাইডস
১৮৮। ‘দ্য মেটেরিয়া মেডিকা’ বইটি কে রচনা করেন?
উত্তর: ডিওসকোরাইডস
১৮৯। ইমালশন আবিষ্কার কে করেন?
উত্তর: গ্যালেন
১৯০। আল-রাজি চিকিৎসার মূল ভিত্তি হিসেবে কোন বিষয়কে গ্রহণ করেন?
উত্তর: রসায়ন
১৯১। ফুলের পরাগরেণু থেকে যে এলার্জি হতে পারে সেটা প্রথম প্রমাণ করেন কে?
উত্তর: আল রাজি
১৯২। কে প্রথম অনুধাবন করেন যে “শরীরের রোগ বিকাশের সাধারণত প্রথম ধাপ হলো জ্বর’?
উত্তর: আল রাজি
১৯৩। ইউনানী চিকিৎসা সর্বপ্রথম কোথায় উৎপত্তি হয়?
উত্তর: গ্রিস
১৯৪। নিম্নের কোন ধরনের ওষুধের কার্যকারিতা অত্যন্ত ধীর?
উত্তর: হোমিওপ্যাথি
১৯৫। প্রেসক্রিপশন ছাড়া নিচের কোন ওষুধটি ক্রয়/বিক্রয় করা যাবে?
(ক) এন্টিবায়োটিক (খ) হার্টের ওষুধ (গ) কিডনি রোগের রোগের ওষুধ (ঘ) জ্বরের ওষুধ
উত্তর: (ঘ)
১৯৬। নিচের কোনটি বহুমাত্রিক সংস্থা নয়?
উত্তর: ইউকে এইড
১৯৭। একজন ফার্মাসিস্ট এর সাধারণ দায়িত্ব নয় কোনটি?
(ক) রোগ নির্ণয় করা (খ) গুণগত মান সম্পন্ন ওষুধ প্রদান (গ) নিয়ম মেনে ওষুধ সরবরাহ করা (ঘ) রোগীকে সঠিক ওষুধ প্রদান করা
উত্তর: (ক)
১৯৮। ১৯৭৬ অনুযায়ী কতজন সদস্য নিয়ে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়?
উত্তর: ১৪ জন
১৯৯। একজন মডেল ফার্মেসি মালিকের কি কি তথ্যাদি থাকা আবশ্যক?
(ক) জাতীয় পরিচয়পত্র (খ) টি আই এন (ঘ) ট্রেড লাইসেন্স (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
২০০ ৷ মডেল ফার্মেসিতে কর্মরত ফার্মাসিস্ট কে তার চুক্তি থেকে অব্যাহতি দিলে কতদিনের মাঝে ওষুধ প্রশাসন অধিদপ্তর কে জানাতে হবে?
(ক) ০৫ দিন (খ) ০৭ দিন (ঘ) ১০ দিন (ঘ) ১৪ দিন
উত্তর: (খ) ০৭ দিন