মেডিকেল ডিভাইস, এলোপ্যাথিক ফার্মা, আয়ুর্বেদিক ফার্মা, ইউনানী বা হার্বাল ফার্মাসিউটিক্যালস এর জন্য ম্যানুফ্যাকচারিং লাইসেন্স করার আগে, প্রয়োজন প্রজেক্ট প্রোফাইল তৈরী করে ঔষধ প্রশাসনে জমা দিয়ে অনুমোদন পাওয়া। প্রজেক্ট প্রোফাইল তৈরির পূর্বে একটি প্রজেক্ট প্রোফাইল সংগ্রহ করে সেই অনুযায়ী BIDA হতে সার্টিফিকেট গ্রহণ করে, ঔষধ প্রশাসন অধিদপ্তরে প্রোজেক্ট প্রোফাইল জমা দিলে প্রয়োজনীয় কাগজপত্রাদির ঘাটতি থাকে না।
একটি নতুন প্রোজেক্ট শুরু করার জন্য ধাপগুলো হলো:
ধাপ ১: কোম্পানি গঠন (RJSC or, Proprietorship)
ধাপ ২: জমি ক্রয়, কোম্পানির নামে দলিল।
ধাপ ৩: পরিবেশগত ছাড়পত্র।
ধাপ ৪: বিনিয়োগ বোর্ড হতে বিনিযোগ এর সনদ।
ধাপ ৫: প্রোজেক্ট প্রোফাইল জমা এবং অনুমোদন, ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে।
ধাপ ৬: কারখানা তৈরি ও প্রস্তুত করা, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক পরিদর্শন।
ধাপ ৭: ড্রাগ ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ও পদ রেজিস্ট্রেশন, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক।
ধাপ ৮: ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে মূল্য সনদ এবং মার্কেটিং অথোরাইজেশন গ্রহণ।
for details: bd@pharmadra.net

