62 Batch Question-Answer (C-Grade) Pharmacist Course

৬২তম ব্যাচ পরীক্ষা (“গ” সেট)


১। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার আভিধানিক অর্থ-

(ক) বিষ ⚫
(খ) জীবাণু
(গ) ক্ষতি
(ঘ) ক্ষুদ্র

২। নিচের কোনটি জীবকোষের বাইরে জড়বস্তুর মতো অবস্থান করে?

(ক) ব্যাকটেরিয়া
(খ) ভাইরাস ⚫
(গ) ইস্ট
(ঘ) ছত্রাক

৩। কোন অনুজীব ফারমেনটেশন শিল্পে বিশেষ করে এলকোহল উৎপাদন এবং বেকারীতে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়?

(ক) স্যাপরোফাইটক ইস্ট ⚫
(খ) পক্স ভাইরাস
(গ) প্রোটোজোয়া
(ঘ) বাসি রুটির ছত্রাক

৪। ছত্রাক এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?

(ক) এক শ্রেনীর ক্ষুদ্রাকার উদ্ভিদ
(খ) এদের গায়ে ক্লোরোফিল থাকে ⚫
(গ) এদের ফটোসিনথেসিসের কোন ক্ষমতা নেই
(ঘ) এরা এক বা বহুকোষ বিশিষ্ট হতে পারে

৫। নিচের কোনটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগ নয়?

(ক) ম্যালেরিয়া
(খ) আমাশ
(গ) সিফিলিস ⚫
(ঘ) কালাজ্বর

৬। ভ্যাকসিন (Vaccine) বা টিকার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়?

(ক) রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপ্ত করে
(খ) রোগ সৃষ্টিকারী জীবানুকে চিহ্নিত করতে পারে
(গ) জীবানুকে ধ্বংস করতে এবং তথ্য রাখতে পারে
(ঘ) পরবর্তীতে মুখোমুখি হলে চিহ্নিত করতে পারে না ⚫

৭। কোন ধরনের অনুজীব বা জীবানু ভ্যাকসিনের ‘মাধ্যম’ এ সাধারনত থাকতে পারে?

(ক) ক্ষুদ্র জীবানুর অনুরূপ
(খ) দুর্বল বা মৃত জীবানু
(গ) জীবানুর উপরিভাগের প্রোটিন
(ঘ) উপরের সবগুলোই ⚫

৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কতটি সংক্রমণ প্রতিরোধে বা নিয়ন্ত্রণে লাইসেন্সপ্রাপ্ত টিকা সহজলভ্য?

(ক) ২০ টি
(খ) ২৬ টি
(গ) ২৫ টি ⚫
(ঘ) ২১ টি

৯। করোটিকা স্নায়ুর নাম কী?

(ক) ফিমোরাল
(খ) দ্বিয়াটিক
(গ) ইন্টারকোস্টাল
(ঘ) ভেগাস ⚫

১০। নিচের কোনটি বৃক্কের অংশ?

(ক) নেফ্রন ⚫
(খ) টিবিয়া
(গ) স্টার্নাম
(ঘ) থ্যালামাস

১১। নিচের কোন প্রজাতির ব্যাকটেরিয়ার কারনে বটুলিজম, খাদ্য বিষক্রিয়া, ধনুষ্টংকার, গ্যাস গ্যাংগ্রিন জাতীয় রোগ গুলো সৃষ্টি হয়?

(ক) Clostridia (ক্লোসট্রিডিয়া) ⚫
(খ) Salmonella (সালমোনেলা)
(গ) Shigella (সিগেলা)
(ঘ) Brucellae (ব্রোসেলা)

১২। রোগী বা গ্রাহকগন সরাসরি যে সকল ওষুধপত্র দোকান থেকে ক্রয় করে থাকেন, তাদের বলে-

(ক) Prescription drugs
(খ) Non-OTC drugs
(গ) OTC drugs ⚫
(ঘ) কোনটিই নয়

১৩। কোনটি ওষুধ ব্যবস্থাপনা চক্রের অন্তর্গত ধাপ নয়?

(ক) ওষুধ নির্বাচন
(খ) ওষুধ মজুদ ⚫
(গ) ওষুধ গ্রহণ
(ঘ) ওষুধ ব্যবস্থাপনায় সহযোগিতা

১৪। কি পরিমান ওষুধ নিয়মিত ক্রয় করা হবে তার নির্ধারণ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না?

(ক) বিগত সপ্তাহের ওষুধ ডিসপেন্সিং
(খ) ওষুধ বিক্রয়ের রশিদসমূহ
(গ) প্রতিদিনের গড় বিক্রয়কে গুন করে
(ঘ) পরিবেশগত প্রাদুর্ভাবের কারনে ⚫

১৫। ফেরিওয়ালা বা লাইসেন্স বিহীন মুদি দোকান থেকে ওষুধ কিনলে নিচের কোনটি হতে পারে?

(ক) চুরিকৃত, নকল বা ভেজাল ওষুধ ক্রয়ের ঝুঁকি ⚫
(খ) পণ্যসমূহে সমস্যা দেখা দিলে পরিবর্তন করার সুযোগ
(গ) মেয়াদোত্তীর্ন পণ্য ফেরত দেয়া বা বদলে ফেলা
(ঘ) প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য পাওয়ার সুবিধা

১৬। ওষুধ এর খুচরামূল্য কোন প্রতিষ্ঠানের দ্বারা পূর্ব নির্ধারিত থাকে?

(ক) মডেল মেডিসিন শপ
(খ) ওষুধ প্রশাসন অধিদপ্তর ⚫
(গ) মডেল ফার্মেসী
(ঘ) কেমিস্ট ও ড্রাগিস্ট সোসাইটি

১৭। সেলফে বা তাকে ওষুধসমূহ বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে কার্যকর প্রক্রিয়া যা সহজেই অনুসরন করা যায়?

(ক) জেনেরিক নামের আদ্যক্ষর অনুযায়ী-
(খ) রোগীদের চিকিৎসায় প্রয়োগ অসুসারে
(গ) ওষুধের ডোজেস ফরম অনুযায়ী
(ঘ) উপরের সবগুলো প্রক্রিয়া ⚫

১৮। সেবনের ধরনের উপর ভিত্তি করে ওষুধ বিন্যাসের ক্ষেত্রে মাঝের তাক বা সেলফ এ কোন ধরনের ওষুধ সাজানো যেতে পারে?

(ক) ভারী এবং বড় সাইজের পণ্য
(খ) ট্যাবলেট, ক্যাপসুল জাতীয় হালকা সামগ্রী
(গ) সিরাপ, মুখে খাওয়ার সাসপেনশন ইত্যাদি ⚫
(ঘ) ত্বকে ব্যাবহারের ক্রিম বা মলম ইত্যাদি

১৯। মেডিসিন শপে ওষুধ সংরক্ষনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিষয়টি সাধারনত প্রভাব ফেলে না?

(ক) চন্দ্রালোক ⚫
(খ) আর্দ্রতা
(গ) তাপমাত্রা
(ঘ) সূর্যালোক

২০। কোনটি ফার্মেসী কাউন্সিলের কাজ নয়?

(ক) ফার্মাসিস্ট নিবন্ধন পরীক্ষা নেয়া
(খ) ফার্মেসী ডিগ্রীকে স্বীকৃতি দেয়া
(গ) প্রার্থীর ভর্তির শর্ত নির্দিষ্ট করা
(ঘ) ফার্মেসীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আবাসন ব্যবস্থা করা ⚫

২১। মডেল ফার্মেসী কত দিন বন্ধ থাকলে তা সচল করতে ওষুধ প্রশাসনের নিকট আবেদন করতে হয়?

(ক) ২ বছর
(খ) ৬ মাস
(গ) ১ বছর ⚫
(ঘ) ৩ মাস

২২। ফার্মেসী টেকনিশিয়ান হিসাবে নিবন্ধনের শর্ত কি?

(ক) ৪০ ঘন্টার প্রশিক্ষন ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ন
(খ) ৬০ ঘন্টার প্রশিক্ষন ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ন
(গ) ৮০ ঘন্টার প্রশিক্ষন ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ন ⚫
(ঘ) কোনটি নয়

২৩। গুড ডিসপেন্সিং প্র্যাক্টিসের অন্তর্ভূক্ত কোনটি?

(ক) Physician Sample বিক্রি করা
(খ) শিশুদের কাছে বিক্রি করা
(গ) Full Course ওষুধ ডিসপেন্সিং করা ⚫
(ঘ) নিম্নমানের ওষুধ বিক্রি করা

২৪। মডেল ফার্মেসীতে নিচের কোন উপকরনটি থাকা আবশ্যকীয় নহে?

(ক) কাউন্টিং ট্রে
(খ) ওষুধ মাপার যন্ত্র
(গ) ওজন মাপার যন্ত্র
(ঘ) ডায়াবেটিস মেশিন ⚫

২৫। ওষুধ সংক্রান্ত তথ্য সংরক্ষন রেজিস্টারে কোন ধরনের তথ্য থাকা জরুরী?

(ক) সরবরাহকারীর নাম
(খ) ওষুধের নাম ও পরিমান
(গ) ক্রয়ের তারিখ
(ঘ) সব ⚫

২৬/ মডেল ফার্মেসীতে কোন ধরনের রেফারেন্স উপকরন থাকতে হবে?

(ক) মার্টিন ডেল লিখিত বই
(খ) প্রশিক্ষন ম্যানুয়াল
(গ) বৃটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স
(ঘ) সব ⚫

২৭। মডেল ফার্মেসীতে ফার্মাসিস্টদের কর্মস্থল সম্পর্কিত কোন বিষয়টি সঠিক নহে?

(ক) নন-ফার্মাসিউটিক্যাল পন্য বিক্রির জন্য ফার্মাসিস্ট কর্মস্থলে ব্যবহার করতে হবে ⚫
(খ) মডেল ফার্মেসীর কর্মী ছাড়া অন্য ব্যক্তি ফার্মাসিস্টের কর্মস্থল প্রবেশ করতে পারবে না
(গ) ফার্মাসিস্টের কর্মস্থল সকলের দৃষ্টি গোচর হতে হবে
(ঘ) ফার্মাসিস্টের সেবা প্রদানের জায়গা স্বতন্ত্র হতে হবে

২৮। মডেল ফার্মেসীর তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস থাকা প্রয়োজন?

(ক) ২৫ ⚫
(খ) ৪০
(গ) ৩৫
(ঘ) ৩২

২৯। কোনটি উপজাতীয় চিকিৎসা পদ্ধতি?

(ক) আকুপ্রেসা
(খ) এরোমাপ্যাথি
(গ) মঘা ⚫
(ঘ) গার্হস্থ্য চিকিৎসা

৩০। আয়ুর্বেদ ও মঘা চিকিৎসার পার্থক্য চিহ্নিত করুন।

(ক) উভয়ই প্রানীজ ও খনিজ
(খ) আয়ুর্বেদ খনিজ উৎস নয়
(গ) মঘা উৎস প্রানীজ ও খনিজ
(ঘ) মঘা চিকিৎসার উৎস উদ্ভিদ ও খনিজ ⚫

৩১। ‘ইউনানি’ চিকিৎসার উদ্ভাবন হয় কোন স্থান থেকে?

(ক) মিশর
(খ) গ্রীস ⚫
(গ) পাকিস্তান
(ঘ) ভারত

৩২। কোন চিকিৎসা পদ্ধতি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল?

(ক) আয়ুর্বেদ ⚫
(খ) এ্যালোপ্যাথি
(গ) ইউনানি
(ঘ) হোমিওপ্যাথি

৩৩। বৈদ্যুতিক আবেশ সৃষ্টির মাধ্যমে চিকিৎসা করা হয় কোন পদ্ধতিতে?

(ক) আকুপ্রেসার
(খ) আকুপাংচার ⚫
(গ) অ্যারোমাপ্যাথি
(ঘ) ন্যাচারোপ্যাথি

৩৪। বংশ পরম্পরায় বিরাজমান চিকিৎসা জ্ঞান কোনটি?

(ক) আয়ুর্বেদ
(খ) অ্যারোমাপ্যাথি
(গ) মঘা
(ঘ) গার্হস্থ্য চিকিৎসা ⚫

৩৫। আল কেমি বলা হয় কোন বিষয়কে?

(ক) রসায়ন ⚫
(খ) হোমিওপ্যাথি
(গ) পদার্থবিজ্ঞান
(ঘ) পুষ্টিবিজ্ঞান

৩৬। বায়োকেমিক ওষুধ কোন দেশে আবিষ্কৃত হয়?

(ক) ফ্রান্স
(খ) জার্মানি ⚫
(গ) গ্রীস
(ঘ) ইরান

৩৭। রোগী মূল্যায়নের জন্য কোনটি প্রয়োজন নয়?

(ক) রোগীর চিকিৎসা ইতিহাস
(খ) পারিবারিক ইতিহাস
(গ) কোন এলার্জি আছে কিনা
(ঘ) খাদ্যাভাস ⚫

৩৮। কোনটি রোগী মূল্যায়নের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নয়?

(ক) দয়াশীল
(খ) সহমর্মিতা
(গ) দুর্বোধ্য ভাষা ব্যবহার ⚫
(ঘ) সক্রিয় শ্রবন

৩৯। গ্রাহক মূল্যায়নের প্রথম ধাপ কোনটি?

(ক) জিজ্ঞাসা
(খ) সম্ভাষণ ⚫
(গ) মূল্যায়ন
(ঘ) আস্থাভাজন

৪০। মেডিকেল এরর নয় কোনটি?

(ক) ব্যবস্থাপত্র জনিত ভুল
(খ) ভুল মোড়ক
(গ) ওষুধের প্রয়োগজনিত ভুল
(ঘ) ওষুধের ঠিকানাজনিত ভুল ⚫

৪১। কোন ধরনের ত্রুটি রোগীরা নিজে করে থাকে?

(ক) ভুল মোড়ক
(খ) ডিসপেন্সিং জনিত ভুল
(গ) ওষুধের প্রয়োগজনিত ভুল ⚫
(ঘ) সবগুলি

৪২। ওষুধের যৌক্তিক ব্যবহারের উদাহরন কোনটি?

(ক) ভুল ওষুধ ব্যবহারের পরামর্শ
(খ) অনিরাপদ ওষুধ ব্যবহারের পরামর্শ
(গ) রোগীকে যৌক্তিক নির্দেশনা প্রদান ⚫
(ঘ) অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার

৪৩। মাদকদ্রব্য কত প্রকার?

(ক) ২
(খ) ৩ ⚫
(গ) ৪
(ঘ) ৫

৪৪। স্নেহ জাতীয় খাদ্যের দহন সম্পন্ন হয় না কোন খাদ্য উপাদানের অভাবে?

(ক) শর্করা ⚫
(খ) খনিজ
(গ) আমিষ
(ঘ) ভিটামিন

৪৫। নিচের কোনটি ভিটামিন বি-৬?

(ক) থায়ামিন
(খ) পিরিডক্সিন ⚫
(গ) নিয়াসিন
(ঘ) সায়ানোকোবালামিন

৪৬। নিচের কোনটি জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি?

(ক) নরপ্ল্যান্ট
(খ) ভ্যাসেক্টমি ⚫
(গ) কনডম
(ঘ) আই. ইউ. ডি

৪৭। জন্মবিরতিকরণ ইনজেকশনে কোন হরমোন থাকে?

(ক) প্রজেস্ট্রোজেন ⚫
(খ) ইস্ট্রোজেন
(গ) অক্সিটোসিন
(ঘ) রেনিন

৪৮। জন্মবিরতিকরণ কাদের ব্যবহার করা উচিত নয়?

(ক) যারা অস্টিওপরোসিস আশঙ্কা করছেন
(খ) মাইগ্রেনের রোগী
(গ) স্তন্যদানকারী মহিল
(ঘ) ক ও খ উভয়ই ⚫

৪৯। স্নায়ু উদ্দীপক পদার্থ সংশ্লেষণে কোন ভিটামিনের ভূমিকা রয়েছে?

(ক) নিয়াসিন
(খ) রিবোফ্লাবিন
(গ) থায়ামিন ⚫
(ঘ) টকোফেরল

৫০। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে?

(ক) ৪২ কেজি ⚫
(খ) ২০ কেজি
(গ) ৫২ কেজি
(ঘ) ৩০ কেজি

৫১। আয়রনের পরিমিত শোষণের জন্য প্রয়োজন-

(ক) ভিটামিন
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন কে
(ঘ) ভিটামিন বি ⚫

৫২। শারীরিক দুর্বলতায় কোন ভিটামিন খেতে বলা হয়?

(ক) ভিটামিন সি
(খ) ভিটামিন এ
(গ) ভিটামিন ই
(ঘ) ভিটামিন বি কমপ্লেক্স ⚫

৫৩। ফার্মাসিস্টের পুষ্টি ও স্বাস্থ্যসেবামূলক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ৪ ⚫
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৮

৫৪। প্রোটিন ও ক্যালরির অভাবে কোন রোগ হয়?

(ক) কোয়ারশিয়রকর
(খ) ম্যারাসমাস ⚫
(গ) কোনটিই নয়
(ঘ) গলগণ্ড

৫৫। নিচের কোনটির অভাবে রিকেটস রোগ হয়?

(ক) ক্যালসিয়াম
(খ) ফসফরাস
(গ) ক্যালসিফেরল
(ঘ) সবগুলি ⚫

৫৬। রক্তের কণিকা তৈরিতে কাজে লাগে কোনটি?

(ক) আয়রন ⚫
(খ) ক্যালসিয়াম
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) ফসফরাস

৫৭। নিচের কোন রোগটি মশার দংশনে সংক্রমিত হয় না।

(ক) চিকুনগুনিয়া
(খ) ম্যালেরিয়
(গ) হুপিং কফ ⚫
(ঘ) ডেঙ্গু

৫৮। ওষুধ ব্যবস্থাপনা চক্রের কয়টি ধাপ?

(ক) ৫ টি ⚫
(খ) ১০ টি
(গ) ৮ টি
(ঘ) ৬ টি

৫৯। নিচের কোনটি স্কার্ভি রোগের লক্ষণ?

(ক) শরীরে পানি আসা
(খ) হাত পায়ের চামড়া ঝুলে পড়া
(গ) দাতের মাড়ি ফুলে রক্তপড়া ⚫
(ঘ) ঠোটের কোণা ফেটে যাওয়া

৬০। নিম্নের কোনটি আমাদের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ নয়?

(ক) সোডিয়াম
(খ) আয়োডিন
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) ক্যাডমিয়াম ⚫

৬১। নিচের কোনটি বায়ুবাহিত রোগ?

(ক) জন্ডিস
(খ) ডায়রিয়া
(গ) জলবসন্ত ⚫
(ঘ) ডেঙ্গু

৬২। মলের সাথে মিউকাস মিশ্রিত থাকে কোন রোগে?

(ক) ডায়রিয়া
(খ) জন্ডিস
(গ) আমাশয় ⚫
(ঘ) কলেরা

৬৩। জন্ডিসে রক্তে কিসের মাত্রা বেড়ে যায়?

(ক) পিত্তরস
(খ) বিলিরুবিন
(গ) ক ও খ উভয়ই ⚫
(ঘ) কোনটিই নয়

৬৪। রেটিনল কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?

(ক) ভিটামিন বি
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন এ ⚫
(ঘ) ভিটামিন ই

৬৫। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোনটি?

(ক) স্নেহ পদার্থ
(খ) আমিষ ⚫
(গ) শর্করা
(ঘ) ভিটামিন

৬৬। কোন মশার কামড়ে গোদরোগ হয়?

(ক) এডিস
(খ) এনোফিলিস
(গ) কিউলেক্স ⚫
(ঘ) সবগুলো

৬৭। নিচের কোনটি পরোক্ষভাবে সংক্রামক রোগ?

(ক) ডায়রিয়া
(খ) ম্যালেরিয়া ⚫
(গ) জলবসন্ত
(ঘ) টাইফয়েড

৬৮। খাবারের গন্ধে বমি আসে কোন রোগে?

(ক) ম্যালেরিয়া
(খ) টাইফয়েড
(গ) জন্ডিস ⚫
(ঘ) আমাশয়

৬৯। ভাইরাসজনিত রোগ কোনটি?

(ক) ম্যালেরিয়া
(খ) কলেরা
(গ) আমাশয়
(ঘ) ডায়রিয়া ⚫

৭০। গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে নিম্নের কোন খাদ্য উপাদান?

(ক) শর্করা ⚫
(খ) আমিষ
(গ) স্নেহ পদার্থ
(ঘ) ভিটামিন

৭১। গর্ভকালীন সেবা হিসেবে কোন রোগের প্রতিষেধক দেয়া হয়?

(ক) কলেরা
(খ) ম্যালেরিয়া
(গ) ধনুষ্টংকার ⚫
(ঘ) জন্ডিস

৭২। যে ওষুধসমূহের মেয়াদ অল্প সেগুলো তাকের সামনের দিকে এবং দীর্ঘ মেয়াদসম্পন্ন ওষুধগুলো তাকের পিছন দিকে রাখার পদ্ধতিকে কী বলে?

(ক) FEDO
(খ) FIFO
(গ) FEFO ⚫
(ঘ) FEOF

৭৩। তীব্র এলার্জির কারনে মৃত্যুঝুঁকি তৈরী হওয়াকে কি বলে?

(ক) Skin Rash
(খ) Anaphylaxis ⚫
(গ) Blood Dyscrasiasis
(ঘ) Alopecia

৭৪। হরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রন পদ্ধতির ক্ষেত্রে কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?

(ক) অন্ত্রে রক্তক্ষরন
(খ) রক্তে জমাট বেধে যাওয়া ⚫
(গ) কানে শুনতে সমস্যা
(ঘ) কিডনিতে সমস্যা

৭৫। চিকিৎসা বা ওষুধ সেবনের শেষে প্রতিক্রিয়া কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত?

(ক) টাইপ-বি
(খ) টাইপ-ই ⚫
(গ) টাইপ-সি
(ঘ) টাইপ-এ

৭৬। কোন শ্রেণীর মানুষ ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ঝুঁকিতে থাকেন?

(ক) যাদের বয়স ৬০ বছরের বেশি ⚫
(খ) গর্ভবতী মা
(গ) ধুমপায়ী
(ঘ) সবগুলো

৭৭। আঘাতপ্রাপ্ত বা ক্ষত এলাকা পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

(ক) সার্জিকেল ব্লেড
(খ) হাইড্রোজেন পার অক্সাইড ⚫
(গ) কটন গজ
(ঘ) গ্লুকোজ

৭৮। নিচের কোনটি প্রথম ডিগ্রী পুড়ে যাবার লক্ষন নয়?

(ক) শুধুমাত্র ত্বকের উপরিভাগ পুড়ে যায়
(খ) ত্বক লালচে হয়ে যায়
(গ) তাড়াতাড়ি সেরে উঠে
(ঘ) স্নায়ু, রক্তনালী ক্ষতিগ্রস্থ হয় ⚫

৭৯। কোন ধরনের হাড়ভাঙ্গার ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত সংক্রমনের ঝুঁকি বেশি থাকে?

(ক) জটিল ⚫
(খ) সাধারন
(গ) সামান্য
(ঘ) সবগুলো

৮০। কোনটি শিশুদের ক্ষেত্রে হাড়ভাঙ্গার কারন নয়?

(ক) সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা
(খ) ফুটবল খেলা
(গ) গাছ থেকে পড়ে যাওয়া
(ঘ) হাড়ের ক্ষয়জনিত ⚫

৮১। বাংলাদেশে ১ থেকে ৪ বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কত ভাগ পানিতে ডুবে মারা যায়?

(ক) ৪৩ ⚫
(খ) ৫৩
(গ) ৩৩
(ঘ) ৬৩

৮২। মৌমাছি হুল ফোটালে কোন ধরনের ওষুধটি তিনদিন পর্যন্ত খেতে বলা যেতে পারে।

(ক) এন্টিহিস্টামিন ⚫
(খ) এন্টি-ক্যানসার
(গ) এন্টিবায়োটিক
(ঘ) সবগুলো

৮৩। ডাবল সায়ানাইড গজে কত শতাংশ মারকারি সায়নাইড থাকে?

(ক) ০.৫-১.৫ ⚫
(খ) ২.৫-৩.৫
(গ) ০১-০.৫
(ঘ) ১.৫-২.৫

৮৪। আগুনে পোড়াজনিত ঘা-তে কোনটি ব্যান্ডেজ হিসেবে ব্যবহৃত হয়?

(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর-১
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর-২
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর-৭
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর-১০ ⚫

৮৫ । শোষনযোগ্য সুচারস কোন জাতীয় উপাদান দ্বারা তৈরী?

(ক) আমিষ ⚫
(খ) শর্করা
(গ) ভিটামিন
(ঘ) সবগুলো

৮৬। কোনটি অশোষনযোগ্য সুচারস এর উদাহরণ নয়?

(ক) সিল্ক
(খ) তুলা
(গ) নাইলন
(ঘ) ক্রোমিক ক্যাটগাট ⚫

৮৭। জিঙ্ক অক্সাইড প্লাস্টার কত শতাংশ জিঙ্ক অক্সাইড যুক্ত?

(ক) ১০-২০
(খ) ২০-৩০ ⚫
(গ) ৩০-৪০
(ঘ) ৪০-৫০

৮৮। ট্রাইনাইটোফেনল গজ এর উপাদান কোনটি?

(ক) মারকারি সায়ানাইড
(খ) বোরিক এসিড
(গ) আয়োডোফর্ম
(ঘ) ট্রাইনাইট্রোফেনল ⚫

৮৯। মোট দুর্ঘটনা জনিত মৃত্যুর কত শতাংশ পানিতে ডুবে মারা যায়?

(ক) ২.০০%
(খ) ৫.০০%
(গ) ৭.০০% ⚫
(ঘ) ৯.০০%

৯০। নিচের কোনটি এলার্জেন এর উদাহরণ?

(ক) মাইট
(খ) পোষাপ্রাণী
(গ) বিশেষ ওষুধ
(ঘ) সবগুলো ⚫

৯১। কোনটি তৃতীয় ডিগ্রী পুড়ে যাওয়ার লক্ষন নয়?

(ক) ত্বকের সকল স্তর পুড়ে যাওয়া
(খ) স্নায়ু ক্ষতিগ্রস্থ হওয়া
(গ) রক্তনালী ক্ষতিগ্রস্থ হওয়া
(ঘ) শুধুমাত্র ত্বকের উপড়িভাগ পুড়ে যাওয়া ⚫

৯২। সকল মেয়াদোত্তীর্ন ওষুধের জন্য সংরক্ষিত নথিতে কোন তথ্য থাকে না?

(ক) ওষুধের নাম
(খ) উৎপাদন ব্যাচ নং
(গ) মেয়াদোত্তীর্ন হওয়ার তারিখ
(ঘ) ওষুধ গ্রহনের নির্দেশনা ⚫

৯৩। কোন প্রকার ওষুধ এর সাথে এলকোহল এ ক্যাফেইন এর মিথস্ক্রিয়া হয় না?

(ক) এন্টিবায়োটিক
(খ) এন্টিহিস্টামিন
(গ) ব্যাথানাশক
(ঘ) স্টেরয়েড সমূহ ⚫

৯৪। নিচের কোনটি ডায়াবেটিস এর ওষুধ?

(ক) মেট্রোনিডাজল
(খ) সেফোপেরাজেল
(গ) ক্লোর প্রোপামাইড ⚫
(ঘ) প্রোকার্বাজিন

৯৫। নিচের কোনটি মানসিক চাপ বা হতাশা কমানোর ওষুধ নয়?

(ক) অ্যাটরভামটেটিন ⚫
(খ) ডায়াজিপাম
(গ) মিডাজোলাম
(ঘ) কার্বামাজিপাইন

৯৬। ওমিপ্রাজল সেবনের কত ঘন্টা পর ম্যাগনেসিয়াম এন্টাসিড খেতে হবে?

(ক) ১
(খ) ২ ⚫
(গ) ৩
(ঘ) ৪

৯৭। অ্যাসপিরিন এর সাথে কোন ওষুধটি একসাথে ব্যবহার করা যাবে না?

(ক) ওয়ারফেরিন ⚫
(খ) অ্যামোক্সিসিলিন
(গ) আয়রন
(ঘ) ক্যালসিয়াম

৯৮। কোনটি ওয়ারফারিনের কার্যকারিতা নিষ্ক্রিয় করে দেয়।

(ক) ওমিপ্রাজল
(খ) অ্যাসপিরিন
(গ) ফেনোবারবিটাল ⚫
(ঘ) সবগুলো

৯৯। জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য কি?

(ক) মাদক নিয়ন্ত্রন করা
(খ) ওষুধের মূল্য নিয়ন্ত্রন করা ⚫
(গ) পেশাভিত্তিক যৌনকর্ম অনুমোদন করা
(ঘ) সবগুলি

১০০। মাদক ওষুধ বিক্রয়ের সময় ফার্মাসিস্ট কোন কোন বিষয় ক্রেতার নিকট থেকে জেনে নিবেন?

(ক) নাম
(খ) ঠিকানা
(গ) তারিখ
(ঘ) সবগুলো ⚫

১০১। কাদের অধীনে হাসপাতালে মাদক নিয়ন্ত্রিত ওষুধ থাকতে হবে?

(ক) ডাক্তার
(খ) ফার্মাসিস্ট ⚫
(গ) নার্স
(ঘ) টেকনিশিয়ান

১০২। গোলকৃমি নাশের জন্য অ্যালবেনডাজল এর সেবন বিধি কোনটি?

(ক) ৪০০ মি.গ্রা. একবার ⚫
(খ) ৪০০ মি.গ্রা. তিনবার
(গ) ৪০০ মি.গ্রা. দুইবার
(ঘ) ২০০ মি.গ্রা. চারবার

১০৩। অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইডোক্সাইড এর মিশ্রনকে কি বলে?

(ক) এসিডিটি
(খ) পাকস্থলী
(গ) কৃমিনাশক
(ঘ) অম্ল নাশক ⚫

১০৪। কোনটি OTC ওষুধ?

(ক) এসকরবিক এসিড ⚫
(খ) ব্রোমাজেপাম
(গ) লোসারটান
(ঘ) সবগুলো

১০৫। এসকরবিক এসিডের সেবনমাত্রা দিনে কত গ্রাম??

(ক) ৪ গ্রাম এর কম ⚫
(খ) ৪ গ্রাম
(গ) ৪ গ্রামের বেশি
(ঘ) কোনটিই নয়

১০৬। ক্যালসিয়াম ট্যাবলেটের প্রধান পার্শ্বপ্রতিক্রিয়া কোনটি?

(ক) বমি
(খ) ঘন ঘন প্রসাব
(গ) কোষ্ঠকাঠিন্য ⚫
(ঘ) ঝাকুনি

১০৭। অতিরিক্ত ক্লোরামফেনিকল ব্যবহারে কোনটির ঝুঁকি বাড়ে?

(ক) স্মৃতিশক্তি কমে যায়
(খ) কিডনি নষ্ট হয়
(গ) রক্তস্বল্পতা দেখা যায় ⚫
(ঘ) ক্ষুধা বৃদ্ধি পায়

১০৮। ক্লোরামফেনিকল সংরক্ষনের তাপমাত্রা কত?

(ক) ২৫° C এর নিচে ⚫
(খ) ২৫° C
(গ) ২৫° C এর উপরে
(ঘ) কোনটি নয়

১০৯। মাল্টিভিটামিন ওষুধ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

(ক) গ্লমাইটিস
(খ) চিলোমিম
(গ) বেরিবেরি
(ঘ) সর্বক্ষেত্রেই ⚫

১১০। ফুসফুসের মাংসপেশি শিথিল করতে কোনটি ব্যবহৃত হয়?

(ক) মেট্রোনিডাজল
(খ) প্যারাসিটামল
(গ) সালবিউটামল ⚫
(ঘ) অ্যালবেনডাজল

১১১। শ্বাসতন্ত্রের সমস্যায় ব্যবহৃত ওষুধ নয় কোনটি?

(ক) কিটোটিফেন
(খ) বুডেসোনাইড
(গ) মেটোপ্রোলল ⚫
(ঘ) নেবুলাইজার

১১২। কোন সময় হাঁপানী লক্ষন বেশি হয়?

(ক) সকাল ও সন্ধ্যা
(খ) দুপুর ও রাত
(গ) রাত ও ভোর ⚫
(ঘ) কোনটি নয়

১১৩ । ফেরাস-ফিউমারেট কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?

(ক) হাঁপানী
(খ) মাথা ব্যাথা
(গ) রক্তস্বল্পতা ⚫
(ঘ) বহুমুত্র

১১৪। এজিথ্রোমাইসিন কোন ধরনের এন্টিবায়োটিক?

(ক) সেফালোস্পোরিন
(খ) পেনিসিলিন
(গ) ম্যাক্রোলাইডস ⚫
(ঘ) সবগুলো

১১৫। গর্ভাবস্থায় কোন গ্যাসট্রোইনটেস্টিনাল সিস্টেমের ওষুধ বাদ দেয়া উচিত?

(ক) এন্টাসিড
(খ) রেনিটিডিন
(গ) র‍্যাবেপ্রাজল ⚫
(ঘ) ওমেপ্রাজল

১১৬। কোনটি মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত ওষুধ?

(ক) ডায়াজিপাম
(খ) বিউপ্রোপিওন ⚫
(গ) ব্রোমাজেপাম
(ঘ) ক্লোজাপিন

১১৭। কোনটি Opioid শ্রেনীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওষুধ নয়?

(ক) মরফিন
(খ) পেথিডিন
(গ) ট্রামাডল
(ঘ) ক্লোজাপিন ⚫

১১৮। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে অধিদপ্তর সমূহের নেতৃত্ব দেন কে?

(ক) DC
(খ) DG ⚫
(গ) DD
(ঘ) GM

১১৯। মানবদেহের ক্রোমোজোম কোথায় থাকে?

(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) নিউক্লিয়াস ⚫
(গ) সেনট্রোজোম
(ঘ) রাইবোজোম

১২০। শরীরের পানি এবং এসিড-বেইজ (Acid Base) এর ভারসাম্য রক্ষা করা নিচের কোন তন্ত্রের কাজ নয়?

(ক) প্রজনন তন্ত্র ⚫
(খ) শ্বাসতন্ত্র
(গ) পরিপাকতন্ত্র
(ঘ) রক্ত ও রক্ত সংবহন তন্ত্র

১২১। নিচের কোনটি পেশীতন্ত্রের অন্তর্ভুক্ত পেশীকলা হিসেবে পরিগনিত হবে না?

(ক) ঐচ্ছিক পেশী
(খ) অনৈচ্ছিক পেশী
(গ) হৃদপেশী
(ঘ) মেরুরজ্জু ⚫

১২২। ত্বক (Skin) নিচের কোন তন্ত্রের অন্তর্গত?

(ক) রেচনতন্ত্র ⚫
(খ) শ্বসনতন্ত্র
(গ) স্নায়ুতন্ত্র
(ঘ) পেশীতন্ত্র

১২৩। কোন ধরনের অনুজীব ‘টক্সিন’ (Toxin) নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। –

(ক) Pathogenic (প্যাথোজেনিক) ⚫
(খ) Non-Pathogenic (নন-প্যাথোজেনিক)
(গ) জীবাণু
(ঘ) উপকারী অনুজীব

১২৪। রিকেটসিয়া (Rickettsia) কোনটি?

(ক) এক ধরনের ভাইরাস
(খ) একধরনের পেশীকলা
(গ) এক ধরনের অনুজীব ⚫
(ঘ) এক ধরনের হরমোন

১২৫। অন্ধ্রে বসবাসকারী অনুজীব Escherichia coli বা E.coli আমাদেরকে নিচের কোনটি সরবরাহ করার মাধ্যমে উপকার করে?

(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন ডি
(ঘ) ভিটামিন বি ⚫

১২৬। নিচের কোনটি টাইফয়েড রোগ বিস্তারের জন্য দায়ী অনুজীব?

(ক) সারকোপটিস স্ক্যাবিই
(খ) স্ট্রেপটোকক্কাস পাইরোজেনস্
(গ) নিসারিয়া গনোরিয়া
(ঘ) সালমোনেলা টাইফি ⚫

১২৭। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নিচের কোন ধরনের ওষুধের জন্য মডেল মেডিসিন শপে বা গুদামে নির্ধারিত আলাদা স্থান থাকা দরকার?

(ক) সিরাপ, মুখে খাওয়ার সাসপেনশন
(খ) ত্বকে ব্যবহারের ক্রিম বা মলম
(গ) ম্যালেরিয়ার প্রতিরোধক ও ব্যাথার ওষুধ
(ঘ) ইনজেকশনসমূহ ও চর্মরোগের ওষুধসমূহ ⚫

১২৮। নিচের কোন নথিতে ওষুধের নাম, ডোজ, ডোজেস ও পরিমান এবং তার সাথে রোগীর নাম ও বয়স নথিভুক্ত করা হয়?

(ক) শূন্য মজুদের নথি
(খ) ক্রয় আদেশ নথি
(গ) ওষুধ ডিসপেন্সিং এর নথি ⚫
(ঘ) ওষুধের মেয়াদোত্তীর্ণ সম্পর্কিত নথি

১২৯। ওষুধ ডিসপেন্সিং এর ক্ষেত্রে রোগী/গ্রাহকের যে পাঁচটি প্রাধিকার সম্পর্কে সচেতনতা প্রয়োজন তার অন্তর্ভুক্ত নয় কোনটি?

(ক) সঠিক ওষুধ
(খ) সঠিক ডোজ
(গ) সঠিক মেডিসিন শপ ⚫
(ঘ) সঠিক পাত্র/কন্টেইনার

১৩০। কত বারের বেশি একই ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ নিলে রোগী বা গ্রাহক কে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করা উচিত?

(ক) ৩ বার ⚫
(খ) ৫ বার
(গ) ২ বার
(ঘ) ৪ বার

১৩১। ব্যবস্থাপত্রে লিখিত ওষুধসমূহের পারস্পরিক বিক্রিয়া জানা থাকলে নিচের কোনটি ঘটবে?

(ক) রোগীকে ভুল ওষুধ দেয়া থেকে বিরত থাকা যাবে ⚫
(খ) ব্যবস্থাপত্রটি পুনঃ ব্যবহার্য কিনা তা বুঝা যাবে
(গ) সঠিক স্ট্রেংথ এর ওষুধ নির্বাচনে সহায়তা হবে
(ঘ) ওষুধ কেন দেওয়া হলো তা ব্যাখ্যা করতে সাহায্য হবে

১৩২। নিচের কোনটি ওষুধের জেনেরিক নামের উদাহরন নয়?

(ক) ডাইক্লোফেনাক
(খ) প্যারাসিটামল
(গ) জেন্টামাইসিন
(ঘ) নাপা ⚫

১৩৩। একটি আদর্শ ব্যবস্থাপত্রে নিম্নলিখিত কোন তথ্যটি না থাকলেও চলবে?

(ক) স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নাম
(খ) তারিখ
(গ) ওষুধের ডোজেস ফরম
(ঘ) ওষুধের ট্রেড বা ব্যবসায়িক নাম ⚫

১৩৪। নিচের কোন কাজের জন্য ভুল ওষুধ ডিসপেন্সিং এর সুযোগ থাকে?

(ক) ওষুধের মাত্রা ভালোভাবে মিলিয়ে নেওয়া
(খ) ওষুধ সেবনের পরিমান ও সময়ের পার্থক্য জানা
(গ) ওষুধ এর পাত্র বা মোড়কের রং, আকার বা সাইজ দেখে চেনা ⚫
(ঘ) মোড়কের গায়ে বর্ণিত মেয়াদের তারিখ দেখে নেওয়া

১৩৫। রোগী/গ্রাহককে ওষুধ বুঝিয়ে দেওয়ার সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে কি করা উচিত?

(ক) আলোকপাত করা উচিত ⚫
(খ) গোপন করা উচিত
(গ) সমস্যা দেখা দিলে নিজে সমাধান করতে বলা উচিত
(ঘ) নিজেই বিকল্প ওষুধ খেতে বলা উচিত

১৩৬। এমোক্সিসিলিন এর মত এন্টিবায়োটিক গুলো বোতলে শুকনো গুড়া হিসেবে সাধারণত কেন বাজারজাত করা হয়?

(ক) রোগীরা এভাবেই এই ওষুধগুলো খেতে পছন্দ করে
(খ) নিজে প্রস্তুত করে নিলে রোগীরা বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে
(গ) তরল অবস্থায় এই সকল ওষুধের কার্যকারিতা বেশিক্ষন স্থায়ী হয় না ⚫
(ঘ) পরিশোধিত পানি কতটুকু মেশাতে হবে তা আগে বুঝা যায় না

১৩৭। মহিলাদের জন্য টিটি (টিটিনাস টক্সয়েড) টিকাদান সময়সূচীতে ‘টিটি-৩’ কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে?

(ক) ১ বছর
(খ) ৫ বছর ⚫
(গ) ৩ বছর
(ঘ) ১০ বছর

১৩৮। কোন টিকার মাল্টিডোজের ভায়াল খোলার কত ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে ব্যবহার করে ফেলতে হবে (যদি সংরক্ষনের ব্যবস্থা না থাকে)?

(ক) ২ ঘন্টা
(খ) ৮ ঘন্টা
(গ) ৬ ঘন্টা ⚫
(ঘ) ১২ ঘন্টা

১৩৯। অনেক টিকা মজুত ও সংরক্ষনের ক্ষেত্রে সাধারণত কোন তাপমাত্রায় রাখতে হয়?

(ক) ১-৩ ডিগ্রি সেলসিয়াস
(খ) ২-১২ ডিগ্রি সেলসিয়াস
(গ) ০-৫ ডিগ্রি সেলসিয়াস
(ঘ) ২-৮ ডিগ্রি সেলসিয়াস ⚫

১৪০। অনুজীব কীভাবে আমাদের উপকার করতে পারে?

(ক) জৈব পদার্থের পচনের মাধ্যমে
(খ) দেহের ভিতরে উপকারী অনুজীব হিসেবে
(গ) মাটিতে, পানিতে বিরাজ করেও নানারকম ভারসাম্য রক্ষার মাধ্যমে
(ঘ) উপরের সব কয়টি ⚫

১৪১। খাদ্য গ্রুহণের মাধ্যমে বিস্তার লাভ করে এমন ভাইরাস জাতীয় রোগ কোনটি?

(ক) এইডস
(খ) ডেঙ্গু
(গ) জলবসন্ত
(ঘ) বার্ড ফ্লু ⚫

১৪২। ইস্ট এর মাধ্যমে কোন রোগ হতে পারে?

(ক) শ্বাসনালীর রোগ
(খ) চর্মরোগ
(গ) অন্ত্রনালীর রোগ
(ঘ) সবকয়টি ⚫

১৪৩। মাইকোসিস রোগটি নিচের কোনটির দ্বারা উৎপন্ন হয়?

(ক) ব্যাকটেরিয়া
(খ) ছত্রাক ⚫
(গ) পেপাটাইসিস-এ
(ঘ) রিকেটসিয়া

১৪৪। টিকাদানের ফলে বিশ্বব্যাপী প্রাদুর্ভাব কমেছে বা নির্মূলকরণ সম্ভব হয়েছে এমন রোগ কোনটি?

(ক) গুটিবসন্ত ও পোলিও ⚫
(খ) ডেঙ্গু ও কালাজ্বর
(গ) ম্যালেরিয়া ও আমাশয়
(ঘ) জলাতঙ্ক ও চোখ ওঠা

১৪৫। টিকার সুরক্ষা কি কি কারনে রোগ প্রতিরোধে ব্যর্থ হতে পারে?

(ক) ডায়াবেটিস
(খ) বংশগতি সংক্রান্ত
(গ) স্টেরয়েড ব্যবহার
(ঘ) সবগুলি ⚫

১৪৬। নিচের কোনটি ‘পরিপাকতন্ত্র’ এবং ‘অল্পক্ষরা গ্রন্থিতন্ত্র’ এই দুইটি তন্ত্রেরই অন্তর্ভুক্ত?

(ক) পিত্তথলী
(খ) অগ্নাশয় ⚫
(গ) ব্রঙ্কাস
(ঘ) এড্রিনাল

১৪৭। যে প্রক্রিয়ায় বিপাকের ফলে তৈরি ক্ষতিকর বর্জ্যপদার্থ দেহ থেকে বের হয়ে যায় তাকে কি বলে?

(ক) শ্বসন
(খ) শোষণ
(গ) রেচন ⚫
(ঘ) বৃক্ক

১৪৮। শুক্রথলিতে শুক্রাণু প্রবেশ বন্ধ করে দেওয়া হয় কোন পদ্ধতিতে?

(ক) লাইগেশন
(খ) ইঞ্জেকশন
(গ) ভ্যাসেকটমি ⚫
(ঘ) কোনটিই নয়

১৪৯। প্রসবের কতদিন পর থেকে নরপ্ল্যান্ট ব্যবহার করা যায়?

(ক) ১০ সপ্তাহ
(খ) ৩ মাস
(গ) ১ বছর
(ঘ) ৬ সপ্তাহ ⚫

১৫০। কিটোসিস রোগ থেকে রক্ষা করে কোনটি?

(ক) আমিষ
(খ) স্নেহ পদার্থ
(গ) শর্করা ⚫
(ঘ) পটাশিয়াম

১৫১। কোন ভিটামিনের অভাবে সাময়িকভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে?

(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন ই ⚫
(ঘ) ভিটামিন কে

১৫২। পিত্তের স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ার প্রবণতা থাকে কোন ভিটামিনের অভাবে?

(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন ই
(ঘ) ভিটামিন কে ⚫

১৫৩। নিচের কোনটি পানির অভাবজনিত লক্ষণ?

(ক) শরীরে ক্লান্তিভাব
(খ) কিডনী বৈকল্য
(গ) শিশুরা দুর্বল হয়ে পড়ে
(ঘ) সর্বগুলো ⚫

১৫৪। জেরপথ্যালমিয়া রোগের লক্ষণ নিচের কোনটি?

(ক) চোখের পাতা ফুলে যাওয়া
(খ) চোখে পুঁজ হয়
(গ) রাতকানা রোগ
(ঘ) ক ও খ উভয়ই ⚫

১৫৫। বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ই
(গ) ভিটামিন বি-১ ⚫
(ঘ) ভিটামিন সি

১৫৬। চিকিৎসা না নিলে একজন যক্ষারোগী বছরে কতজনকে আক্রান্ত করতে পারে?

(ক) ৫ জন
(খ) ১০ জন ⚫
(গ) ১৫ জন
(ঘ) ২০ জন

১৫৭। যক্ষা রোগ চিকিৎসা শুরুর কতদিনের মধ্যে রোগী কাজে ফিরতে পারেন?

(ক) ২ সপ্তাহ ⚫
(খ) ৩ সপ্তাহ
(গ) ৪ সপ্তাহ
(ঘ) ৫ সপ্তাহ

১৫৮। যক্ষা প্রতিরোধকারী টিকার নাম কি?

(ক) ডিপিটি
(খ) বিসিজি ⚫
(গ) ক ও খ উভয়ই
(ঘ) কোনটিই নয়

১৫৯। বিনা ব্যবস্থাপত্রে সব থেকে বেশি ব্যবহৃত ভিটামিন কোনটি?

(ক) ভিটামিন বি
(খ) ভিটামিন এ
(গ) ভিটামিন সি ⚫
(ঘ) রিবোফ্লাভিন

১৬০। সমস্ত যক্ষা রোগীর মধ্যে কত শতাংশ ফুসফুসের যক্ষায় আক্রান্ত হন?

(ক) ২০-৩০%
(খ) ৫০-৬০%
(গ) ৩০-৪০%
(ঘ) ৭০-৮০% ⚫

১৬১। সায়ানোকোবালামিন নিচের কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?

(ক) ভিটামিন বি-৩
(খ) ভিটামিন বি-১
(গ) ভিটামিন বি-৬
(ঘ) ভিটামিন বি-১২ ⚫

১৬২। নিচের কোনটি টপিক্যাল রুটে প্রয়োগের ডোজেস ফর্ম নয়?

(ক) ক্রিম
(খ) ইনহেলার ⚫
(গ) মলম
(ঘ) লোশন

১৬৩। ইউরেথ্রাল রুটে প্রয়োগের সঠিক ভোজেস ফর্ম কোনটি?

(ক) সাপোজিটরি ⚫
(খ) ইনহেলার
(গ) ট্যাবলেট
(ঘ) দ্রবন

১৬৪। নিচের কোনটি অর্ধ-তরণ ভোজেস ফর্ম নয়?

(ক) ক্রিম
(খ) ক্যাপসুল ⚫
(গ) মলম
(ঘ) জেল

১৬৫। নিচের কোনটি সলিড ডোজেস ফর্মের উদাহরণ?

(ক) ইনজেকশন
(খ) ট্যাবলেট ⚫
(গ) এরোসল
(ঘ) জেল

১৬৬। ………..জাম্বুরা জাতীয় ফলের রস দিয়ে খেলে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

(ক) প্যারাসিটামল
(খ) এটোরভাসটাটিন ⚫
(গ) এ্যাসপিরিন
(ঘ) সবগুলো

১৬৭। নিচের কোনটি দুধের সাথে গ্রহণ করলে তা অস্ত্রে পুরোপুরি শোষিত হয় না?

(ক) প্যারাসিটামল
(খ) সিপ্রোফ্লক্সাসিন ⚫
(গ) এটোরভাসটেটিন
(ঘ) সবগুলো

১৬৮। ইনহেলার প্রয়োগের ক্ষেত্রে শ্বাস ছেড়ে দেয়ার আগে কত সেকেন্ড আটকে রাখতে হয়?

(ক) ১০ ⚫
(খ) ৫
(গ) ১৫
(ঘ) ২০

১৬৯ । সাপোজিটরি প্রয়োগ করার পর কত মিনিট পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে না?

(ক) ১৫
(খ) ৩০
(গ) ৪৫
(ঘ) ৬০ ⚫

১৭০। একই স্থানে একাধিক ক্রিম ব্যবহারের ক্ষেত্রে একটি লাগানোর পর কত মিনিট অপেক্ষা করে দ্বিতীয়টি লাগানো উচিত?

(ক) ১০
(খ) ৩০ ⚫
(গ) ৬০
(ঘ) ৯০

১৭১। কোন ওষুধ জন্মনিয়ন্ত্রন বড়ির কার্যকারিতা কমায়?

(ক) ব্যাথানাশক
(খ) অ্যামোক্সিসিলিন ⚫
(গ) অ্যাসপিরিন
(ঘ) সবগুলো

১৭২ । পাকস্থলীতে যে কোন খাবারের উপস্থিতি নিচের কোনটির শোষন কমিয়ে দেয়?

(ক) অ্যামপিসিলিন ⚫
(খ) এন্টাসিড
(গ) এলকোহল
(ঘ) সবগুলো

১৭৩। যকৃতের জন্য ক্ষতিকর ওষুধ কোনটি?

(ক) এসিটামিনোফেল
(খ) মেথেট্রিক্সেট
(গ) এমিওভারোন
(ঘ) সবগুলো ⚫

১৭৪। খালি পেটে কি সেবন করলে রক্তে গ্লুকোজ তৈরী বাধাগ্রস্থ হতে পারে?

(ক) দুধ
(খ) প্যারাসিটামল
(গ) অ্যালকোহল ⚫
(ঘ) সবগুলো

১৭৫। নিচের কোন ধরনের ওষুধ এলকোহলের সাথে মিশ্রক্রিয়া ঘটাতে পারে?

(ক) ব্যাথানাশক
(খ) খিচুনীরোধক
(গ) এন্টিবায়োটিকস
(ঘ) সবগুলো ⚫

১৭৬। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় কয়টি বিভাগে বিভক্ত?

(ক) ২ ⚫
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

১৭৭। নিচের কোনটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অন্তর্ভুক্ত অধিদপ্তর/দপ্তর নহে?

(ক) DGDA
(খ) BCSIR ⚫
(গ) DGHS
(ঘ) HED

১৭৮। স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবি সংগঠন কোনটি?

(ক) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন
(খ) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি
(গ) বাংলাদেশ হোমিওপ্যাথি এসোসিয়েশন
(ঘ) ক ও খ ⚫

১৭৯। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে কত জনকে গড়ে সেবা দিচ্ছে?

(ক) ৬০০০
(খ) ১০,০০০
(গ) ৩০,০০০ ⚫
(ঘ) ২০,০০০

১৮০। নগরায়নের বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে ২০৫০ সালে নগর জনসংখ্যা শতকরা কত বৃদ্ধি পাবে?

(ক) ৪০.০০%
(খ) ৫০.০০%
(গ) ৩৫.০০%
(ঘ) ৫৬.০০% ⚫

১৮১। বিশেষায়িত হাসপাতাল সমূহে কি ধরনের সেবা দেয়া হয়?

(ক) প্রসবকালীন
(খ) নবজাতক সংক্রমণ
(গ) হৃদরোগ ⚫
(ঘ) কোনটি নয়

১৮২। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজের উপাদান কোনটি?

(ক) মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা
(খ) পরিবার পরিকল্পনা
(গ) পুষ্টি
(ঘ) সবগুলি ⚫

১৮৩। নিচের কোনটি অসংক্রামক রোগ নয়?

(ক) উচ্চ রক্তচাপ
(খ) করোনা ⚫
(গ) ক্যান্সার
(ঘ) ডায়াবেটিস

১৮৪। ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এসডিজির কয়টি লক্ষ্য গ্রহন করা হয়েছে?

(ক) ১৫
(খ) ১৭ ⚫
(গ) ১৯
(ঘ) ২১

১৮৫। বর্তমানে দেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কয়টি জেলা অফিস আছে?

(ক) ৬৪
(খ) ৫৮
(গ) ৫২
(ঘ) ৫৫ ⚫

১৮৬। ফার্মেসী শিক্ষা ও পেশার নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ কে?

(ক) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন
(খ) বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি
(গ) ফার্মেসী গ্রাজুয়েশন এসোসিয়েশন
(ঘ) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ⚫

১৮৭। ওষুধের স্থানীয় উৎপাদন শতকরা কতভাগ?

(ক) ৯৫-৯৮ ⚫
(খ) ৯০-৯২
(গ) ৮০-৯০
(ঘ) সবগুলি

১৮৮। ফার্মাসিস্টদের কোড অব ইথিকস কত সালে গ্রহন করা হয়?

(ক) ১৯৯০
(খ) ১৯৯২
(গ) ১৯৯৪ ⚫
(ঘ) ১৯৯৮

১৮৯। কোনটি ফার্মাসিস্টদের কোড অব ইথিকসের অন্তর্ভূক্ত নয়?

(ক) রোগী ও ফার্মাসিস্টের সম্পর্ককে সম্মান করা
(খ) রোগীর প্রতি যত্নবান হওয়া
(গ) জ্ঞান চর্চা না করা ⚫
(ঘ) সততা বজায় রাখা

১৯০। কোনটি ‘সি’ গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব?

(ক) গুড ডিসপেন্সিং প্র্যাকটিস অনুসরন করা
(খ) সঠিকভাবে লেবেলিং করা
(গ) ওষুধ ডিসপেন্সিং এর সময় কাউন্সিলিং করা
(ঘ) সব ⚫

১৯১। ওষুধের পরিভাষা কোনটি নয়?

(ক) Medicine
(খ) Drug
(গ) Excipient
(ঘ) মন ⚫

১৯২। নিচের কোনটি সত্য?

(ক) ড্রাগ রোগ মুক্তিতে ব্যবহৃত হয়
(খ) ড্রাগ নেশাদ্রব্য হিসাবে ব্যবহৃত হয়
(গ) ড্রাগ রোগ প্রতিরোধ করে
(ঘ) সব ⚫

১৯৩। জন্ডিসের সময় কোন ধরনের ওষুধ খেলে ক্ষতি হবার সম্ভাবনা বেশি?

(ক) প্যারাসিটামল ⚫
(খ) ভিটামিন-ডি
(গ) ক্যাফেইন
(ঘ) সবগুলি

১৯৪। নিচের কোনটি ওষুধ অপব্যবহারের কারন?

(ক) প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয়
(খ) ওষুধ সঠিক মাত্রা অনুযায়ী না খাওয়া
(গ) প্রেসক্রিপশনে বর্ণিত নিয়ম মেনে না চলা
(ঘ) সব ⚫

১৯৫। বাংলাদেশে WHO নিচের কোন ধরনের রোগ নিয়ন্ত্রন ও সচেতনামূলক কার্যপরিচালনা করে?

(ক) কুষ্ঠ
(খ) কালাজ্বর
(গ) ডেঙ্গু
(ঘ) সব ⚫

১৯৬। ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের কর্তব্য কি?

(ক) প্রেসক্রিপশনটি নির্ভুলভাবে পড়া
(খ) এন্টিবায়োটিকের নাম আছে কিনা লক্ষ্য করা
(গ) রোগী বয়স্ক না শিশু তা বিবেচনা করা
(ঘ) সব ⚫

১৯৭। UNDP কি ধরনের কাজ করে?

(ক) মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা
(খ) শিশু স্বাস্থ্যসেবা
(গ) মাতৃত্বকালীন মৃত্যু হার
(ঘ) সব ⚫

১৯৮। বাংলাদেশে কর্মরত দ্বিপাক্ষিক সংস্থা নয় কোনটি?

(ক) WHO ⚫
(খ) USAID
(গ) UKAID
(ঘ) JICA

১৯৯। খাদ্য, পানীয় ও ওষুধে ভেজাল দেয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ আছে কোন আইনে?

(ক) Special Power Act, 1974 ⚫
(খ) Drugs Act, 1940
(গ) Dangerous Drug Act, 1951
(ঘ) Poison Act, 1952

২০০। ফার্মেসী কাউন্সিলের সদস্য না কে?

(ক) সচিব, স্বাস্থ্য বিভাগ
(খ) মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর
(গ) চেয়ারম্যান, ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঘ) ডীন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ⚫